SSC স্টেনোগ্রাফার গ্রুপ সি ও ডি পদে নিয়োগের ঘোষণা, লিঙ্কে ক্লিক করে দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

govt jobs

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টাফ সিলেকশন কমিশন (SSC) স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ এবং ‘ডি’ নিয়োগ ২০২৫-এর জন্য সম্ভাব্য চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। SSC স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (SSC) ssc.gov.in-এ গিয়ে বিভাগভিত্তিক শূন্যপদ জানতে পারেন।

কমিশন কর্তৃক প্রকাশিত SSC স্টেনোগ্রাফার নিয়োগের মাধ্যমে মোট ১,৯২৬টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে গ্রুপ সি-এর ২৩৯টি শূন্যপদ এবং গ্রুপ ডি-এর ১৬৮৭ টি শূন্যপদ। এই শূন্যপদগুলি গ্রুপ সি-এর ১৪টি আলাদা বিভাগে এবং গ্রুপ ডি-এর ৫৩টি বিভিন্ন বিভাগে পূরণ করা হবে।

আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন

গ্রুপ সি-তে সর্বাধিক ৭২ টি শূন্যপদ রয়েছে অর্থ মন্ত্রক, রাজস্ব বিভাগ, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) বিভাগে। যেখানে গ্রুপ ডি-তে সর্বাধিক ২৮৩টি শূন্যপদ রয়েছে অর্থ মন্ত্রক, রাজস্ব বিভাগ, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) বিভাগে। আপনি এই লিংকে ক্লিক করে খালি পদের বিবরণ দেখতে পারেন।

এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি নিয়োগ পরীক্ষার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পেপার ১) ১০ এবং ১১ ডিসেম্বর সারা দেশে পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এবং ৬ মার্চ ফলাফল ঘোষণা করা হয়েছিল। কমিশন ফলাফলের সঙ্গে বিভাগ অনুসারে কাট-অফ শতাংশও ঘোষণা করেছিল। UR: ৩০%, OBC/EWS: ২৫% এবং অন্যান্য সমস্ত বিভাগ (SC, ST, PWD, ESM, ইত্যাদি): ২০%।

আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন