SSC চেয়ারম্যানের সঙ্গে ফের বৈঠক চাকরিহারাদের, জট না কাটায় জারি থাকছে আন্দোলন

By Bangla News Dunia Dinesh

Published on:

ssc , job , andolon, chakri

Bangla News Dunia, Pallab : এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও কাটল না জট। এসএসসি দপ্তরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। মঙ্গলবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, আলোচনায় তাঁরা আংশিক সন্তুষ্ট। গতকাল তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত চাকরি পাওয়া শিক্ষকরা বৈধ বলে যেটা জানানো হয়েছিল, আজ তা নিয়ে অবস্থান স্পষ্ট করে এসএসসি জানিয়ে দিয়েছে, সব যোগ্য শিক্ষকরাই স্কুলে যেতে পারবেন ও মাইনে পাবেন। চাকরিহারা শিক্ষকরা জানান, কেন তালিকা প্রকাশ করা যাবে না বা ওএমআর শিট প্রকাশ্যে আনা যাবে না তা তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইবেন। তবে এই তালিকা প্রকাশ্যে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

আজ সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে ১৭,২০৬ জনকে যোগ্য বলে জানিয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রকৃত যোগ্য ১৫ হাজার ৪০৩ জন। এরাই একমাত্র স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন বলে জানিয়েছে এসএসসি চেয়ারম্যান। কিন্তু এতে সম্পূর্ণ সন্তুষ্ট নন চাকরিহারা শিক্ষকরা। কারণ, মিরর ইমেজ এখনও প্রকাশ হয়নি। পাশাপাশি ওই প্যানেলের (SSC 2016) যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে কেন বরখাস্ত করা হচ্ছে না সে প্রশ্নও মধ্যশিক্ষা পর্ষদকে করা হবে বলে জানানো হয়।

গতকাল রাতে এসএসসি দপ্তর থেকে বেরিয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, চেয়ারম্যানের কাছ থেকে কোনওরকম ইতিবাচক সাড়া পাননি তাঁরা। তারপর থেকে ঘেরাও হয়ে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন বিকেলে বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেন এসএসসি চেয়ারম্যান। বৈঠকে যোগ দেন গ্রুপ সি এবং গ্রুপ ডি-র প্রতিনিধিরাও। বৈঠক কিছুটা ইতিবাচক হলেও দুপক্ষের মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে তা দূর করে এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন