SSC-র চাকরিহারারা বয়স পেরোলেও পরীক্ষায় বসতে পারবেন? কি জানালেন মমতা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এসএসসি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত চাকরিহারাদের পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন দিচ্ছে রাজ্য সরকার। আগামী ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। ১৬ জুন থেকে চাকরির আবেদন করা যাবে। আগামী ১৪ জুলাই অনলাইনে  চাকরির আবেদনের শেষ দিন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৪ হাজার ২০৩ টি পদে নিয়োগের কথা বলেছিল শীর্ষ আদালত। তবে আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য সরকার। মোট নিয়োগ করা হবে ৪৪ হাজার ২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি রয়েছে।

কারা পরীক্ষায় বসতে পারবেন?

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বয়সের জন্য কিছু আটকাবে না। প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। মমতা বলেছেন, ‘যাঁরা চাকরি করে এসেছেন, অথচ বয়স পেরিয়ে গিয়েছে। চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। বয়সের জন্য আটকাবে না। প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। যাঁরা এতদিন কাজ করেছেন, তাঁদের এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেব। যাতে তাঁরা তাঁদের কর্মস্থানে থেকে যেতে পারেন।’

পরীক্ষায় যাঁরা বসতে পারবেন না, তাঁদের কী হবেয

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁরা অন্য বিভাগে যোগ দিতে পারেন। যাঁদের চাকরি বাতিল, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হবে।’

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রথমেই শিক্ষকদের বলব, আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আমরা চাই সকলে চাকরি ফিরে পাক। যে হেতু কোর্টের অর্ডার আছে ৩১ মে-র মধ্যে করতে হবে। ভেবেছিলাম, রাজ্যের তরফে করা রিভিউয়ে অন্য কিছু হতেও পারে। কিন্তু এখনও রিভিউ পিটিশন পেন্ডিং। কোর্টে গরমের ছুটি চলছে। এ দিকে ৩১ মে-র মধ্যে নোটিফিকেশন করতেই হবে। ৩০ মে বিজ্ঞাপন দেব। তবে বার বার বলব রিভিউ অপশন হাতে আছে।’

আরও পড়ুন:- বর্ষাকালে কলকাতার কোন ৮ এলাকা বিপজ্জনক? কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন