স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আরও ৭ দিন বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার এই আবেদনে সাড়া দেয়, তবে আবেদনের নতুন শেষ তারিখ হবে ২১শে জুলাই।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
আবেদনের তারিখ বাড়ানোর কারণ
এবারের এসএলএসটি পরীক্ষার আবেদন প্রক্রিয়া মসৃণ ছিল না। আবেদনকারীদের একাধিক প্রযুক্তিগত ও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রধান কারণগুলি হলো:
- সার্ভারের সমস্যা: ১৬ই জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সার্ভারে প্রচুর চাপ ছিল, যার ফলে অনেক আবেদনকারী ফর্ম পূরণ করতে পারছিলেন না।
- ওবিসি ক্যাটাগরির জটিলতা: ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত কিছু জটিলতার কারণে আবেদন ওয়েবসাইটটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এই সময়টিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা হয়।
- ধীর গতির সার্ভার: এখনও সার্ভারের গতি কম থাকায় আবেদনকারীরা ফর্ম পূরণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমস্ত সমস্যার কারণে, স্কুল সার্ভিস কমিশন মনে করেছে যে আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত। তাই, তারা রাজ্য সরকারের কাছে আরও সাত দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে।
আবেদনকারীর সংখ্যা
৯ই জুলাই পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৮০ হাজার প্রার্থী ফর্ম পূরণ করেছেন এবং এর মধ্যে ২ লক্ষ ৭৫ হাজার প্রার্থী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। ২০১৬ সালের প্রথম এসএলএসটি পরীক্ষার তুলনায় এই সংখ্যাটি অনেকটাই কম, যেখানে প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। এর প্রধান কারণ হলো, এবারের পরীক্ষায় শুধুমাত্র বি.এড ডিগ্রি থাকা প্রার্থীরাই আবেদন করতে পারছেন।