Bangla News Dunia , পল্লব : দুবছর পর দুর্গাপুজো বাড়িতে কাটাবেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই তিনি তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফিরেছেন বোলপুরে। তাঁর আগমন উপলক্ষে আগেই নানুরের গ্রামের বাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। অনেকদিন পর এই পুজোয় অনুব্রতর উপস্থিতিতে ফিরে আসছে আগের আনন্দময় পরিবেশ।
শুক্রবার নিজের গ্রামের বাড়িতে এই পুজো প্রস্তুতি দেখতে গিয়েছিলেন অনুব্রত। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা। কিন্তু সেখানে কেষ্টর মুখে শোনা গেল অন্য কথা। জানালেন, আর্থিক সামর্থ্য নেই। এবারের পুজোয় আর লোক খাওয়ানো সম্ভব হচ্ছে না। আরও জানালেন, রক্তের সম্পর্ক গুলো আর রাখতে চান না।
বোলপুরের নিচুপট্টিতে বাড়ির বাসিন্দা অনুব্রত মণ্ডল। ব্যক্তিগত আর রাজনৈতিক জীবন তিনি কাটিয়েছেন এখানেই। কিন্তু বীরভূমের জেলা তৃণমূল সভাপতির গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে। বাড়িতেই তৈরি হচ্ছে দুর্গামূর্তি। সেই মূর্তিতে প্রণাম করেন তিনি, চোখ ছল ছল করে ওঠে তাঁর। #Short News