Bangla News Dunia , পল্লব : মহালয়া থেকে উৎসবের আমেজে গোটা বাংলা। একাধিক পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। ফের কর্মবিরতিও করছেন তাঁরা। RG কর কাণ্ড নিয়ে চাপানউতোরের মাঝে মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’র বার্তায় বিতর্ক তৈরি হয়েছিল। উৎসব কেন, সেই ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
বুধবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন মমতা। ওই মঞ্চে দাঁড়িয়ে “কেন পুজো করব ? কেন উৎসব ?” সেই ব্যাখ্যা দিলেন তিনি। বলেন, “কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি, ধর্ম কর্মও মানি। সব ধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি, সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।”
নিঃশব্দে সকলের জন্য কাজ করে যাওয়ার বার্তাও দেন মমতা। বলেন, “যারা কাজ করে তাঁরা নিঃশব্দে কাজ করে। #Short News