Bangla News Dunia , পল্লব : RG করের প্রতিবাদ মিছিলে দাবি, কাশ্মীর হোক আজাদ। রবিবার সন্ধেয় এমনই স্লোগানের সাক্ষী থাকল কলকাতা। যাদবপুরে আর জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারে স্লোগান উঠল, কাশ্মীর মাঙ্গে আজাদি। সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। সন্ধেয় মশাল মিছিলের ডাক আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও হয় মশাল মিছিল।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
কলকাতার মোট সাত জায়গায় হয় মশাল মিছিল। মেডিক্যাল কলেজ কলকাতা থেকে এসপ্ল্যানেড।এনআরএস মেডিক্যাল থেকে এসপ্ল্যানেড, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট, সাগরদত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ, আরজি মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিং এবং কেপিসি মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মশাল হাতে মিছিল। যাদবপুরের মিছিল থেকেই উঠল কাশ্মীরের স্বাধীনতার দাবির পক্ষে স্লেগান।
কারো হাতে মোমবাতি। কারও হাতে মশাল। কয়েকজনের হাতে বিশাল ফ্লেক্স। সেই ফ্লেক্সের উপরের দিকে লেখা- ছাত্রছাত্রীদের ডাকে। মাঝে লেখা – তিলোত্তমা ভেবো না, আগুন নিভতে দেবো না। নীচে ডানদিকে ইংরেজিতে লেখা- উই ওয়ান্ট জাস্টিস। #Short News
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !