Bangla News Dunia , বিশ্বজিৎ : কলকাতা পুলিশের লালবাজার সদর দফতর মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি সিঁথির মোড়ের একটি ঘটনার পর, যেখানে একজন সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ডিউটি পালন করেছিলেন এবং সেই নিয়ে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছিল, লালবাজার এ ধরনের ঘটনা রুখতে আরও কঠোর হতে চলেছে।
সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ
লালবাজার সূত্রে জানা গেছে, সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে ডিউটি চলাকালীন মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলির ওপর ভিত্তি করে, লালবাজার সিদ্ধান্ত নিয়েছে যে, যদি কোনও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি পালন করার অভিযোগ প্রমাণিত হয়, তবে সঙ্গে সঙ্গেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অতীতে যারা এই ধরনের অভিযোগে জড়িত ছিল এবং যারা নিয়মিত মদ্যপান করেন, তাঁদেরও তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকাভুক্ত ভলান্টিয়ারদের ওপর আলাদা করে নজরদারি চালানো হবে।
আরো পড়ুন :-সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা, বোনাসের পর অবসরকালীন সুবিধা বৃদ্ধি
সিঁথির মোড়ের ঘটনা ও বিক্ষোভ
সিঁথির মোড়ে শুক্রবার গভীর রাতে একটি বিক্ষোভের ঘটনার প্রেক্ষিতে লালবাজারের এই সিদ্ধান্ত এসেছে। আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানকার রাস্তায় শান্তিপূর্ণভাবে পথনাটিকা করছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ, একজন সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় পুলিশের বাইকে সেখানে উপস্থিত হন এবং আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় বিক্ষোভ আরও তীব্র হয়, যখন ওই সিভিক ভলান্টিয়ারকে পালাতে সাহায্য করেন এক ট্রাফিক সার্জেন্ট।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে শামিল হন। অবশেষে, আন্দোলনকারীদের দাবি মেনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং তাঁকে পালাতে সাহায্য করা সার্জেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। তারপরই পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আরো পড়ুন:-কালো পোশাক পরে গাড়ি চালালেই বিপদ, চালান পাঠাবে ট্রাফিক পুলিশ ! কেন জানেন ?
আরজি কর মামলার প্রভাব
এই পদক্ষেপের পেছনে আরও একটি বড় কারণ হল আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ। এই ঘটনা এবং সামগ্রিকভাবে সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাই, লালবাজার এই সমস্যা সমাধানে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মোট ৫৫০ টি শূন্য পদে হবে নিয়োগ, দেখুন আবেদন প্রক্রিয়াhttps://t.co/aiQOauzDM9
— Peek Medio (@peek_medio) August 30, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
রাজ্যের স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, এখনই করুন আবেদনhttps://t.co/TatN5nJnZN
— Peek Medio (@peek_medio) August 30, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024