Bangla News Dunia , পল্লব : মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। আর এই বিশেষ দিনে রেডিও সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রতি বছর দেখানো হয়ে থাকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। তবে এবছর শুধু রেডিও আর টেলিভিশন নয়, তার সঙ্গে যুক্ত হতে চলেছে আরও এক মাধ্যম। চলতি বছরে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে সিরিজ আকারে দেখানো হবে মহালয়া।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
প্রতিবছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘আশ্বিনের শারদপ্রাতে’ দিয়েই শুরু হয় বাঙালির মহালয়ার সকাল। তারপরে নজর থাকে টেলিভশনের পর্দায়। এবছর তার সঙ্গে যুক্ত হল ওটিটি প্ল্যাটফর্মও। আমরা ওটিটি প্ল্যাটফর্ম মানেই জানি ওয়েব সিরিজ কিংবা সিনেমার সম্ভার। কিন্তু এবার ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই দেখা যাবে মহিষাসুরমর্দিনী তাও আবার ওয়ের সিরিজে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজে মা দুর্গার প্রথম ঝলক।
এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। সিরিজে মা দুর্গার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল-কে। ওয়েব সিরিজে আদি শক্তি মহামায়ার যে অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে। নতুন প্রজন্ম ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে। তা সে রহস্য রোমাঞ্চই হোক বা সামাজিক গল্প, ওয়েব সিরিজের মোড়কে অনেক রকম গল্প দেখে তারা সময় কাটায়। #Short News