Bangla News Dunia , পল্লব : দেবীপক্ষের প্রাক্কালে রাজপথ ফের নাগরিক সমাজের দখলে। ৬০টির বেশি সংগঠনের ডাকে পিতৃপক্ষের শেষ দিনে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলের সাক্ষী থাকল কলকাতা। মিছিল থেকে স্লোগান উঠল ‘বিচার চাই’।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স-সহ ৬০ টির বেশি সংগঠনের ডাকে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটারেরও বেশি রাস্তার মহামিছিল করা হয়। ডাক্তারদের দাবি, আর. জি কর কাণ্ডে জড়িত সকল অপরাধীদের বিচার চাই- শাস্তি, প্রমাণ লোপাটে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা, নারীর সমান অধিকার, ‘থ্রেট কালচার’ ও দমনপীড়ণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং হাসপাতালগুলিতে বেনিয়ম ও দুর্নীতির আখড়া সিন্ডিকেট রাজের অবসানের দাবিতে এদিনের মিছিলের আয়োজন করা হয়েছে।
ডাক্তারদের মিছিলের সঙ্গে রয়েছে মেয়েদের রাত দখলের ডাক দেওয়া মহিলা সংগঠন। এর পাশাপাশি যৌন কর্মী, রূপান্তরকামী, বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকরাও এদিনের মিছিলে পা মেলান। ডাক্তারদের পাশাপাশি একাধিক নাগরিক সমাজের তরফেও এদিন মিছিলের আয়োজন করা হয়। কলকাতার প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। #Short News