Bangla News Dunia, দীনেশ : পশ্চিমবঙ্গে ছুটি বা Govt Holiday নিয়ে আবারো বড়ো ঘোষণা রাজ্যের। সেপ্টেম্বর মাস থেকেই ছুটির মহড়া লেগেই আছে, একের পর এক সরকারি ছুটি লাগেই আছে স্কুল, কলেজ ও অফিসে। বাংলায় সারা প্রান্তে সারা বছর চলে নানান উৎসব, আর সেই উৎসবের কারণে নানান ছুটির ঘোষণা করে রাজ্য সরকার।
Up Govt Holiday List November 2024
তাছাড়াও বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছুটি লাগেই থাকে। সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটি পূজা পার্বণ শুরু হয়ে গেছে। আর যেই কারণে পরপর ছুটি পাবেন রাজ্যবাসীরা। অক্টোবর মাসে দীপাবলি ও দূর্গা পূজার ছুটি তো রয়েছে। নভেম্বর পড়তেই ভাইফোঁটা সহ আরও অন্যান্য অনুষ্ঠান। এছাড়া নভেম্বর মাসে আরও বেশি ছুটির কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। কোন কোন দিন সেই ছুটি দেওয়া হয়েছে? নতুন এই মাসের ছুটির লিস্ট দেখে নিন।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
গত অক্টোবর মাস থেকেই পশ্চিমবঙ্গে উৎসবের মেজাজ। সেই কারণেই বাড়ছে সরকারি ছুটির বা Holiday সংখ্যা। উৎসব ও অনুষ্ঠানের মধ্যে বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ ও অফিস, ব্যাংকিং প্রতিষ্ঠান, সরকারি দপ্তর। দূর্গাপূজা, লক্ষীপূজা হওয়ার পরে এবার আসছে কালীপূজা ও জগদ্ধাত্রী পুজো পুজোর পালা। আর এই অবহে ফের রাজ্যে আয়োজিত হচ্ছে ভোট। সূত্রের খবর, সম্প্রতি নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।
আর এই কারণেই নতুন করে সরকারি ছুটির বা Government Holiday ঘোষণা হলো রাজ্যে। জানা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাইয়ে বিধানসভা উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবং সেদিনেই বিধানসভা কেন্দ্রের এলাকায় ঘোষণা করা হলো ছুটির। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে। আর সেই বিজ্ঞপ্তি থেকেই জানা যাচ্ছে নয়া ছুটির কথা।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
নভেম্বরের নতুন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার
পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উল্লিখিত 6 বিধানসভা এলাকায় সকল সরকারি অফিস, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা ওই একদিনের ছুটি জারি থাকবে। এবং সেই সঙ্গেই বিভিন্ন দোকান, চা বাগান, ছাড়াও শিল্প বাণিজ্যিক সংস্থা প্রভৃতির কর্মীদেরও সবেতন ছুটি দেওয়া হবে উপনির্বাচনের দিন।
ইতিমধ্যেই জানে যাচ্ছে শ্রম দফতরের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ করে আলাদা নির্দেশিকা জারি করা হবে বলে। একুশের নির্বাচনের সময় উল্লিখিত সংশ্লিষ্ট 6 বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জিতেছিল পদ্ম শিবির। আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যের কোন কেন্দ্রে কোন দল আসন ধরে রাখে এখন সেটাই দেখার বিষয়। তবে যাই হোক, এই আবহে রাজ্য সরকারি তরফের ছুটি ঘোষণা হয়েছে। নতুন করে ছুটি পেয়ে আনন্দিত সকল রাজ্যবাসী।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025