Bangla News Dunia , পল্লব : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল CBI । মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানেই তাঁকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এ দিন তাঁকে এই মামলায় শ্যোন্ অ্যারেস্ট দেখানো হল। তবে তাঁকে হেফাজতে চায়নি সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত অয়ন শীলকেও একইভাবে গেপ্তার করল সিবিআই।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারের প্রেক্ষিতে সম্প্রতি জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন এ নিয়ে আইনজীবীরা বলছেন, ‘যদি সুপ্রিম কোর্ট ওই মামলায় তাঁকে জামিনও দেয় তাও জেলমুক্তি সম্ভব নয় পার্থর। কারণ সিবিআই তাঁকে শ্যোন্ অ্যারেস্ট দেখাল ।
সাম্প্রতিক সময়ে একাধিক প্রভাবশালীর জামিনের পর সিবিআইয়ের এই আবেদন যথেষ্টই তাৎপর্যপূর্ণ।’ সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে গোরু পাচার মামলা, একের পর এক হেভিওয়েট জামিন পেয়েছেন। তালিকায় রয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, এনামূল হক। #Short News