Bangla News Dunia , পল্লব : রাজ্যে কমপক্ষে দু’টি নতুন পলি পার্ক তৈরি করা হবে বলে জানিয়েছে দেশের প্লাস্টিকের পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন। সোমবার তাদের ৬৫তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান সংগঠনের প্রেসিডেন্ট ললিত আগরওয়াল।
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
এ দিন আগরওয়াল বলেন, ‘এর জন্য আগামী কয়েক বছরের মধ্যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। নতুন দুই পলি পার্ক তৈরি হলে সেখানে আনুমানিক ২ লক্ষ অতিরিক্ত কর্মসংস্থানও হবে।’ হাওড়ার উলুবেড়িয়ায় প্রায় ৫০ একর জমির উপর একটি প্লাস্টিক পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে।’ উলুবেড়িয়ার পার্কের জন্য সরকারের তরফে ১৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে।
প্রাথমিক ভাবে ৫০ একর জমির উপর আনুমানিক ৫০০ কোটি টাকা বিনিয়োগে এই পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। পরে দফায় দফায় গোটা জমিই ব্যবহার করা হবে। আমরা বেশ কয়েকটি প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করছি। সেগুলি পেলেই পার্ক তৈরির কাজ শুরু হবে বলে তিনি জানান।
একটি পার্কের জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে উপযুক্ত জমি খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল। এর পাশাপাশি একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির কথাও জানানো হয়েছে। #End
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !