Bangla News Dunia , পল্লব : পশ্চিমবঙ্গে হবে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী দফতরের তরফে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কথা ঘোষণা করা হয়। বাংলায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির পিছনে রাজ্যের নিরলস চেষ্টা রয়েছে বলে এবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবে নেতৃত্ব দেবে কলকাতা।
রাজ্য সরকারের নিরলস চেষ্টার উল্লেখ করে শুক্রবার এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ” রাজ্যে নতুন প্রযুক্তি ও বিনিয়োগ আনার জন্য নিরলস চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তার ফলেই আমেরিকা থেকে বিনিয়োগের প্রস্তাব নিশ্চিত হয়েছে। রাজ্যের দক্ষতা ও ক্ষমতাই প্রকাশ পেয়েছে।”
তিনি আরও লেখেন, “আমাদের বিশ্ববাংলার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দারুণ কার্যকর হয়ে উঠতে পারে এই সেমিকন্ডাক্টর পরিষেবা। গতকাল কেন্দ্রীয় সরকার যে টুইট করেছে তাতে এই কথাকেই সমর্থন করা হয়েছে।” #Short News