Bangla News Dunia , পল্লব : আগেই জানা গিয়েছিল মহালয়ার দিন অর্থাৎ ২ অক্টোবর ন্যায়বিচারের দাবিতে আবারও পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। ৯ অগস্ট রাজ্যের বুকে ঘটে যাওয়া পিজিটি ছাত্রীর মর্মান্তিক খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত শাস্তির দাবিতে পথে নামতে চলেছে তারা। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল স্বাস্থ্যভবনের সামনে অবস্থান উঠলেও আন্দোলন তাদের চলবে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে ওঠা ‘থ্রেট কালচার’ নিয়েও সরব হয়েছেন তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ এর সঙ্গে ‘আমরা তিলোত্তমা’ সংগঠনের যৌথ উদ্যোগে ধর্মতলায় দুপুর একটায় মহালয়ার দিন এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। স্লোগান দেওয়া হয়েছে যে, এক লক্ষ্যে এবার এক লক্ষ।
এই মিছিলে পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল তারা। পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকেই মিলেছে সবুজ সংকেত। #Short News