Bangla News Dunia , পল্লব : মহালয়ার মহাসমাবেশ থেকে শুধু রাজ্য সরকার নয়, সিবিআইয়ের বিরুদ্ধেও হুংকার শোনা গেল জুনিয়র চিকিৎসকদের গলায় ৷ তাঁরা হুঁশিয়ারি দিয়ে বললেন, প্রয়োজনে তাঁরা দিল্লি পর্যন্ত যাবেন, সব অমীমাংসিত মামলা খুলবেন । এদিকে, বারবার উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের অপরাধের কথা টেনে না-এনে, পশ্চিমবঙ্গকেই মডেল রাজ্য করার পক্ষে সওয়াল করেছেন অভিনেত্রী সোহিনী সরকার ৷
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
দেবীপক্ষের সূচনালগ্নে আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের মহামিছিল কলেজ স্কোয়্যার থেকে শুরু করে শেষ হয় ধর্মতলায় ৷ এরপর সেখানে আয়োজিত মহাসমাবেশ থেকে দাবি না-মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জুনিয়র চিকিৎসকরা ।
তাঁদের তরফে দেবাশিস হালদার বলেন, “আমরা শুধু রাজ্য সরকারকে প্রশ্ন করছি না । আমরা সিবিআইকেও আমাদের কথা বলছি । আমার সিবিআইকে ভরসা করছি না । কারণ আমরা দেখেছি, সিবিআই কেস নেওয়ার পর কতগুলো কেস অমীমাংসিত রয়েছে । কিন্তু আমরা বলে দিলাম, আমরা কোনও সেটিং হতে দেব না । দরকারে দিল্লি যাব । #Short News