শিকাগোর বিশ্ব মঞ্চে স্বামীজী ! পড়ুন যুগাবতার বিবেকানন্দ

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শিকাগোর বিশ্ব মঞ্চে স্বামীজী ! ১১ সেপ্টেম্বর ১৮৯৩ ক্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকাগোয় বিশ্ব ধর্ম মহা সম্মেলনে বক্তৃতা করেন স্বামী বিবেকানন্দ। তার বক্তব্যের শেষে টানা ২ মিনিট করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান উপস্থিত সেখানে উপস্থিত শ্রোতৃমণ্ডলী। তিনি বলেছিলেন সারা বিশ্বের প্রাচীনতম ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্বে সব ধর্মের জননী যে ধর্ম, আমি সেই ধর্মের প্রতিনিধি হিসাবে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোটি কোটি হিন্দু নর নারীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর সবটাই ইতিহাস।

তিনি বলেছিলেন যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা গ্রহণ করার শিক্ষা দিয়েছে সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আমি গর্বিত। যে জাতি জগতের সকল দেশ ও ধর্মের নিপীড়িত ও উদ্বাস্তু নর নারীকে আশ্রয় দিয়েছেন সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আমি গর্বিত। রোম সাম্রাজ্যের নিপীড়নে ইজরায়েলিদের পবিত্র মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল তখন ইজরায়েলিদের একাংশ দক্ষিণ ভারতে এসেছিল, তাদের বুকে টানতে পারার কথা সকলের কাছে বলতে পেরে আমি আজ গর্বিত। তিনি স্মরণ করেন নদী যখন বিভিন্ন ধারায় প্রবাহিত হয়ে সাগরে মিলিত হয়  তার নাম-রূপ সবই পরিহার করে, হে প্রভু, মানুষ সেই ভাবে বক্র বা সরল পথ ধরে তোমার সঙ্গে মিলিত হওয়ার দিকেই এগিয়ে চলে।

আরো পড়ুন :- প্রতিদিন সকালে উঠেই করুন বিশেষ কাজ ! জীবন বদলে যাবে

তিনি আরো বলেন গোষ্ঠীতন্ত্র, গোঁড়ামি থেকে উদ্ভুত ভয়ঙ্কর ধর্মান্ধতা সুন্দর জগৎকে আচ্ছন্ন করে রেখেছে। সেই দানব বিশ্বকে পূর্ণ করেছে হিংসায় মানুষের শোনিত ধারায় প্লাবিত করছে, সভ্যতাকে ধ্বংস করছে ও সমগ্র জাতিকে হতাশাগ্রস্ত করে তুলেছে। আমাদের লক্ষ সকলকে সহিষ্ণুতার পথে নতুন জগতের সাথে পরিচয় করানো। আর এই বক্তব্যের পরের দিন সকালেই সে দেশের সব সংবাদপত্রে স্বামী বিবেকানন্দের প্রশংসা হয়েছিল।

Highlights

1. শিকাগোর বিশ্ব মঞ্চে স্বামীজী !

2. সংবাদপত্রে স্বামী বিবেকানন্দের প্রশংসা হয়েছিল

#স্বামীজী #Religion

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন