Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ, ৭ই জুলাই, ২০২৫-এ TET ভুল প্রশ্ন মামলার শুনানি অনুষ্ঠিত হতে চলছে। এই মামলায় একটি নতুন মোড় এসেছে যা ২০২২ সালের প্রাইমারি TET পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস-এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
মামলার বিবরণ
এই মামলাটি MAT ৯১৭, ২০২৪ অ্যাপ্লিকেশন নম্বরের অধীনে তালিকাভুক্ত হয়েছে। মামলাটি মূলত ২০২২ সালের প্রাইমারি TET পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম মৌসুমী মিত্র এই মামলার মূল বিষয়।
নতুন মোড়: তৃতীয় বিশেষজ্ঞ কমিটির আবেদন
প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চে একটি নতুন আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে যে, পূর্ববর্তী বিশেষজ্ঞ কমিটি কয়েকটি প্রশ্নের সঠিক উত্তরে একমত হতে পারেনি, তাই একটি তৃতীয় বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন।
আদালতের নির্দেশ
আগের বেঞ্চ পর্ষদের এই আবেদন খারিজ করে দিয়েছিল এবং বলেছিল যে, পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞদের মতামতই মেনে নিতে হবে। কিন্তু, বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি নতুন দিকে মোড় নিয়েছে। বিচারপতি সেন আবেদনটি গ্রহণ করেছেন এবং পর্ষদকে বিশেষজ্ঞদের সেইসব অমীমাংসিত প্রশ্নগুলির ওপর তাদের মতামতের রেজোলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন