Bangla News Dunia, Pallab : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, UPI-এর মাধ্যমে নাকি ২০০০ টাকার বেশি পাঠালে অতিরিক্ত টাকা দিতে হবে, তাও আবার জিএসটি সহ। এবার স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু শেষমেষ সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্র সরকার স্পষ্ট বার্তা দিল।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
কোন জিএসটি নয়, কেন্দ্র সরকারের সাফ বার্তা
গত ১৮ই এপ্রিল, শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে জিএসটি বসানো হবে, এরকম কোন পরিকল্পনা সরকার গ্রহণ করেনি।
এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হয়েছে। অর্থাৎ, এখন যদি ২০০০ টাকা বা তার বেশি ইউপিআই এর মাধ্যমে পাঠান, তাহলে আপনাকে অতিরিক্ত কোন ট্যাক্স বা চার্জ দিতে হবে না।
কীভাবে শুরু হয়েছিল এই দাবি?
মূলত এমডিআর বিষয়টিকে কেন্দ্র করে এই জল্পনার সূত্রপাত হয়েছিল। আগে কিছু ডিজিটাল লেনদেন, যেমন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে জিএসটি বসানো হত। আর সেগুলিতে এমডিআর থাকতো। কিন্তু ২০২০ সালের জানুয়ারি মাসে সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে ইউপিআই ভিত্তিক জিএসটি তুলে নিয়েছিল। ফলে এখন দাঁড়িয়ে জিএসটি ধার্য করার প্রশ্নই ওঠেনা।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন