‘Where Is My Bus’-এর মাধ্যমে বাড়িতে বসেই জানবেন বাসের লোকেশন, কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার হাতের মুঠোয় বাসের আপডেট। বাস না পেয়ে অফিসে লেট হওয়ার দিন শেষ। বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার দিনেও দাঁড়ি। বেরনোর আগে ঘরে বসেই এবার থেকে জেনে নিন আপনার বাস কোথায়। কলকাতায় চালু হল ‘Where is My Bus’ অ্যাপ। ইতিমধ্যেই এই অ্যাপের উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে থেকে কার্যকর হবে সেটি? কীভাবে ব্যবহার করতে হবে এই অ্যাপ?

‘Where is My Bus’ পরিবহণ দপ্তর ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত। এই অ্যাপের মূল লক্ষ্য সহজভাবে ব্যবহারযোগ্য ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা। অ্যাপের মাধ্যমে জানা যাবে, নির্দিষ্ট বাস ঠিক কতদূরে রয়েছে। হাতের মুঠোয় থাকা অ্যাপে সেই অ্যাপে বাসের সময় জানতে পারলে আর ভয় থাকবে না গন্তব্যে দেরিতে পৌঁছনোর।

ডিজিটাল টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে এই অ্যাপে। প্রথমে ১৬টি বিশেষ রুটের ৬০টি বাসকে এই অ্যাপ-এর আওতাভুক্ত করা হয়েছে। পরবর্তী ৪-৬ সপ্তাহের মধ্যে এই পরিষেবাকে কলকাতার সব শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাসে ব্যবহার করা হবে। কলকাতার সমস্ত বেসরকারি বাসকেও এর আওতায় আনা হবে বলে খবর। গুগল প্লে স্টোরে বর্তমানে পাওয়া যাচ্ছে এটি। iOS App Store-এ দ্রুত চালু করার কথাও বলা হয়েছে।

কোনও নির্দিষ্ট বাসের বর্তমান অবস্থান, বাসটি আসার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রুটের সমস্ত স্টপেজ, নির্ধারিত ভাড়া জানা যাবে এই ‘Where is My Bus’ অ্যাপে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে যে কোনও বাসকে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করার সুযোগ থাকছে। ফলে ওভার-স্পিডিং, রুট বদল সহ যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে সঠিক তথ্য চলে আসবে আপনার হাতের মুঠোয়।

কীভাবে ব্যবহার করবেন ‘Where Is My Bus’?
অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে  ‘Where Is My Bus’ অ্যাপটি। গন্তব্যস্থল বেছে নিয়ে বাসের নম্বর দেখা যাবে। এরপর কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন তা নির্দিষ্ট জায়গায় বসিয়ে সার্চ করতে হবে। লাইভ ট্র্যাকিং করার সুযোগও রয়েছে এই অ্যাপে। সঙ্গে কাটা যাবে নির্দিষ্ট বেছে নেওয়া বাসের টিকিটটও। এর জন্য নাম, ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে যাত্রীকে। অনলাইন পেমেন্টের মাধ্যমেই কাটা যাবে টিকিট।

আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন

আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন