Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে বড় কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি যার মূলে প্রধান কারণ রয়েছে ওবিসি মামলা। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চাইছে তাড়াতাড়ি এই ওবিসি মামলা নিষ্পত্তি করে রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে রয়েছে সেগুলো দ্রুত নিয়োগ সম্পন্ন করার। কিন্তু রাজ্য সরকার যতই চাঁদ এটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই রাজ্য সরকার চাইলেও এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঘুরপথে নতুন একটি অভিনব পন্থা অবলম্বন করেছেন যাতে এই ওবিসি মামলার দ্রুত নিষ্পত্তি ঘটে। রাজ্য সরকার চাইছেন নতুনভাবে এই ওবিসি মামলা সংক্রান্ত তথ্যগুলো পুনর বিবেচনা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে লড়বে। তাহলে এই ব্যাপারে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
প্রথমেই জেনে নেওয়া যাক কী এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা?
অফিসের সার্টিফিকেট বাতিল মামলাটি হল এমন একটি মামলা যেখানে রাজ্য সরকার বেশ কিছু সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়েছে কিন্তু কেন্দ্রের থেকে যেগুলো ছাড়পত্র দেওয়া হয়নি। তাই এই ওবিসি সংক্রান্ত মামলায় দুর্নীতির গন্ধ পেয়েছে কলকাতা হাইকোর্ট এবং এর পরিপ্রেক্ষিতেই ২০১০ সালের পরে জারি হওয়া বেশ কিছু সম্প্রদায়ের ভুক্ত ওবিসি সার্টিফিকেটধারীদের ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায় জারি হওয়ার পরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটধারী ব্যক্তিবর্গ ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হন। কারণ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো অবৈধ এবং কোনভবেই এই সার্টিফিকেট এর বৈধতা স্বীকার করা হবে না এবং এই সার্টিফিকেট দেখিয়ে আর কেউ চাকরি করতে পারবেন না।
তবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই রায় মানতে নারাজ ফলের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার কথা বলে। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায় কে বহাল রাখা হয়েছে এবং এই রায়ের উপর কোন স্থগিত পড়েনি। এর ফলে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পন্ন করতে পারছে না যার ফলে জুলে রয়েছে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলো। এই মামলার ফাইনাল রায় না আসা পর্যন্ত রাজ্য সরকার আর কোন নিয়োগ সম্পন্ন করতে পারবেনা তাই রাজ্য সরকার চাইছে এই মামলা যত দ্রুত নিষ্পত্তি করা হবে ততই ভালো। এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি নিষ্পত্তি করার জন্য রাজ্য সরকার নতুন এক জরিপ পদ্ধতি অবলম্বন করেছেন। যে পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার চাইছে খুব দ্রুত এই মামলাটি নিষ্পত্তি করা হবে। তবে কি এই জরিপ পদ্ধতি চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।