অল্প দিনেই দ্বিগুণ রিটার্ন ! ঝুকিহীন স্কিম SBI-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি চান অল্প দিনে আপনার টাকা দ্বিগুণ করতে? তাও আবার এক স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য ব্যাংক মারফত? তাহলে আপনার জন্য আজকে নিয়ে আসা হয়েছে দারুন সুযোগ।কেননা বর্তমানে অল্প সময়ে এবং ঝুঁকি ছাড়া বিনিয়োগ সংস্থা খুবই কম রয়েছে। এবার অল্প সময়ে ভালো রিটার্ন পেতে আপনাদের জন্য ঝুকিহীন ভাবে এমন একটি স্ক্রি সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে মালামাল করবে। আসুন তাহলে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

বর্তমানে অনেকে আছে যারা একটি স্থায়ী আমানত বিনিয়োগ করতে চান এবং সেখান থেকে অল্প সময়ে ভালো রিটার্ন পেতে চান? কিন্তু বর্তমান বাজারে অনেক স্কিম থাকলেও সেগুলি ঝুঁকিপূর্ণ হয়। তাইতো আপনাদের জন্য এক ঝুঁকিহীন ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনার আমানত জমিয়ে অল্প সময়ে ভালো রিটার্ন পেতে পারেন সেই সম্পর্কে বলতে যাচ্ছি। এই ব্যাংক কর্তৃক বেশি সুদের হার অফার করে এবং সঙ্গে বিনিয়োগের সময়কাল ও তুলনামূলক কম হয়।

আজকের প্রতিবেদনের যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল ভারতের সর্ববৃহৎ ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক। ভারতীয় সর্ববৃহৎ ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এমন এক স্ক্রিম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে অল্প সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। এই স্কিমের নাম হল অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম। নিন্মে এই স্কিম সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।

আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?

আসুন তাহলে অমৃত কলশ স্কি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় :

অমৃত কলশ স্কিম হল ভারতীয় স্টেট ব্যাংকের নামকরা একটি ঝুকিহীন স্কিম। এই স্কিমের সর্বাধিক মেয়াদ হলো ৪০০ দিন। এই স্কিম এর মাধ্যমে সাধারণ নাগরিকরা সুদের হার পেতে পারেন ৭.১০ শতাংশ। এর পাশাপাশি প্রবীর নাগরিকরা ৭.৬০ % এর কিছুটা বেশি সুদ পেতে পারেন পারেন। আপনি যদি আপনার আমানত নিরাপদে রাখতে চান এবং ভালো রিটার্ন পেতে চান তাহলে অন্য কোথাও খোঁজাখুঁজি না করে এই স্ক্রিম টি চিহ্নিত করতে পারেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি এফডি স্কিম :

এবার ভারতীয় স্টেট ব্যাংকের দ্বারা আরেকটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম বিকল্প স্কিম হল অমৃত বৃষ্টি স্কিম। তবে এই স্কিমের মেয়াদ হলো ৪৪৪ দিন। এই স্কুলের মাধ্যমে সাধারণ নাগরিকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন এবং যদি কোন কোন প্রবীর নাগরিক এই স্কিমের সুবিধা নিতে চাই তাহলে তার জন্য ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে। যদি আপনি নিরাপদে এবং ভালো রিটার্ন পেতে চান তাহলে এটিকে একটি অন্যতম বিকল্প স্কিম বলা যেতে পারে।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন