অষ্টম বেতন কমিশন নিয়ে আপডেট ! বেতন বাড়বে কত ? জেনে নিন হিসাব

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশঅষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে? বেতন কত টাকা বাড়বে? ডিএ কত শতাংশ হবে? এই সমস্ত প্রশ্ন এখন সমস্ত সরকারি কর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে। আর এরই মধ্যে সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার শুধু মহার্ঘ ভাতা নয়, মিলতে পারে দুই মাসের এরিয়ার। আসুন জেনে নেওয়া যাক সমস্ত বিস্তারিত তথ্য।

অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে। ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে চালু হওয়ার কথা অষ্টম বেতন কমিশন। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, পরবর্তী বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বড়সড় কোন ঘোষণা আসতে পারে।

তবে অনেকেই দাবি করছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হতে হতে ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে বেতন কমিশনের ইতিহাস বলছে, নতুন স্কেল ঘোষণার পর ২ থেকে ৫ মাসের মধ্যে এটা কার্যকর হয়ে যায়।

উদাহরণস্বরূপ, পঞ্চম বেতন কমিশন ১৯৯৪ সালের এপ্রিল মাসে অনুমোদিত হয় এবং কার্যকর হয়েছিল জুন মাসে। একইভাবে ষষ্ঠ বেতন কমিশন ২০০৬ সালের জুন মাসে ঘোষণা করা হয় এবং কার্যকর হয়েছিল অক্টোবর মাসে এবং সপ্তম বেতন কমিশন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল এবং কার্যকর হয়েছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে।

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

কত টাকা বাড়বে বেতন?

সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হারে দেওয়া হয়। তবে নতুন বেতন কমিশন গঠিত হলে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হয়, তাহলে প্রাথমিক স্তরের কর্মচারীদের বেসিক বেতন ১৮,০০০/- টাকা থেকে বেড়ে ৫১,৪৮০/- টাকা হতে পারে।

সপ্তম বেতন কমিশনের বেসিক পে ছিল ৭০০০/- টাকা, যা বেড়ে সরাসরি ১৮,০০০/- টাকায় পৌঁছেছে/ একইভাবে অষ্টম বেতন কমিশনের বেসিক পে রয়েছে ১৮,০০০/- টাকা, যা বেড়ে ৫১,৪৮০/- টাকা হতে পারে।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

দুই মাসের এরিয়ার পাওয়ার সম্ভাবনা

শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, মহার্ঘ ভাতা বৃদ্ধির খবরও এবার সামনে এসেছে। বর্তমান ডিএ দেওয়া হচ্ছে ৫৩% হারে। ৩% ডিএ বৃদ্ধি হলে ৫৬% ডিএ হতে পারে। যদি কেউ বর্তমানে প্রতি মাসে ১৮,০০০/- টাকা ডিএ পান, তাহলে তা বেড়ে দাঁড়াবে ১৮,৪৫০/- টাকা। অর্থাৎ, প্রতিমাসে আরও ৪৫০/- টাকা অতিরিক্ত বেতন পাওয়া যাবে। 

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী ডিএ বৃদ্ধির টাকা একবারে দুই মাসের এরিয়ার হিসেবে দেওয়া হয়। ফলে মার্চ বা এপ্রিলের বেতনের সঙ্গে অতিরিক্ত কিছু টাকাও আসতে পারে।

সরকারি কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সংবাদ। বেতন বাড়বে, ডিএ বাড়বে এবং দুই মাসের এরিয়ার পাওয়ার সম্ভাবনা একসঙ্গে রয়েছে। এখন শুধু অপেক্ষা, সরকার কবে আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির ঘোষণা করে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন