Bangla News Dunia, Pallab : আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump’s trade tariffs) ঘোষণা করেছিলেন, চিন (China), কানাডা (Canada), মেক্সিকোর (Mexico) উপর পূর্বনির্ধারিত শুল্কনীতি আরোপ করবেন। ট্রাম্পের ঘোষণার পর এবার জবাব দিতে শুরু করল চিন, কানাডা, মেক্সিকো।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্কনীতি নিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তাঁরাও উচ্চ শুল্ক আরোপ করবে। আমেরিকা প্রশাসন শুল্কনীতি প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন পণ্যের উপর আরোপ করা শুল্ক বহাল থাকবে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট জানিয়েছিলেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপাবে, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও। এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। পাশাপাশি ১০ শতাংশ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানো হয় চিনা পণ্যের উপর। তাঁর এই শুল্কনীতি ঘিরে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডার পাশাপাশি মেক্সিকোও আমেরিকার সঙ্গে সরাসরি শুল্কযুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে। চিনও মার্কিন পণ্যের উপর শুল্ক চাপিয়েছে। মার্কিন পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে বেজিংয়ের তরফে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !