Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে অনলাইন তথা ডিজিটাল পরিষেবা দ্রুতগতিতে এগোচ্ছে। অনলাইন পরিষেবার সুবিধার কারণে এখন সাধারণ মানুষের সময় ও অর্থ অনেকটাই সাশ্রয় হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি সংগ্রহের নতুন একটি নিয়ম। রাজ্য সরকার এই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এখন থেকে আর অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই মিলবে জমির-বাড়ির দলিলের সার্টিফাইড কপি।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
দালাল চক্রের অবসান
এতদিন পর্যন্ত জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি নিতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দালালের শরণাপন্ন হতে হতো। সেখানে সরকারের নির্ধারিত ফি ২০০ টাকা হলেও দালালচক্র সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত নিয়ে নিতো। এবার সেই দালালচক্রের অবসান ঘটতে চলেছে। রাজ্যের নিয়ম অনুযায়ী, সরাসরি এখন অনলাইনের মাধ্যমে এই জমি-বাড়ির দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে।
কোথায় মিলবে এই পরিষেবা?
এক্ষেত্রে বলে রাখি, এই নতুন পরিষেবা রাজ্যের ই-ডিসট্রিক্ট পোর্টাল এবং রেজিস্ট্রি ডিরেক্টর অফিশিয়াল পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ, জমির মালিক নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই এখন জমির বাড়ির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবে। যারা অনলাইনে সমস্যা বোধ করেন, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই পরিষেবা নিতে পারবেন।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
নতুন নিয়মে কী কী সুবিধা মিলবে?
রাজ্য সরকারের নতুন এই নিয়ম চালু হলে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-
- দলিল সংগ্রহ করার জন্য রেজিস্ট্রি অফিসে এখন থেকে আর বারবার যেতে হবে না। অর্থাৎ, সময়ের অপচয় ঘটবে না।
- দালালদের ফাঁদে পড়তে হবে না। শুধুমাত্র সরকারের নির্ধারিত ফি দিলেই কাজ সমাধান হয়ে যাবে। অতিরিক্ত কোন ফি লাগবে না।
- আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস অনলাইনেই খুব সহজে ট্রাক করতে পারবেন। এর জন্য অন্য কোন জায়গায় যাওয়া লাগবে না।
- যেকোনো জায়গা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েই জমি-বাড়ি সার্টিফাইড কপি ডাউনলোড করা যাবে।