Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভোটার তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই ডুপ্লিকেট ভোটার আইডি ইস্যু স্বীকার করল ভারতের নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো ম্যানুয়াল পদ্ধতির কারণেই বিভিন্ন রাজ্যে একই ইপিআইসি (EPIC) নম্বরের ভোটার আইডি বরাদ্দ হয়েছে। তবে কমিশন নিশ্চিত করেছে যে, যেকোনো ভোটার শুধুমাত্র নির্দিষ্ট ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন, অন্য কোথাও নয়।
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) দলীয় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সাহায্যে জাল ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় একই ইপিআইসি নম্বরের ভোটার রয়েছে, এমনকি গুজরাত, রাজস্থান ও পঞ্জাবেও একই সমস্যা দেখা যাচ্ছে।
ইসির ব্যাখ্যা
ইসির তরফে জানানো হয়েছে, ERONET প্ল্যাটফর্ম চালুর আগে ব্যবহৃত ম্যানুয়াল পদ্ধতিতেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে ইসি জানায়, “যদিও কিছু নির্বাচকের EPIC নম্বর অভিন্ন হতে পারে, তবে তাদের জনসংখ্যাগত তথ্য, বিধানসভা কেন্দ্র এবং ভোটকেন্দ্র আলাদা। তাই, EPIC নম্বর নির্বিশেষে, প্রত্যেক ভোটার কেবলমাত্র নিজের নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন।”
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন
কমিশন আরও জানিয়েছে, “ERONET প্ল্যাটফর্ম চালুর আগে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কিছু ক্ষেত্রে একই ইপিআইসি নম্বর বরাদ্দ হয়েছে। তবে এখন থেকে প্রতিটি ভোটারের জন্য ইউনিক EPIC নম্বর বরাদ্দ নিশ্চিত করা হবে।”
মমতার কটাক্ষ বিজেপিকে
ইসির এই স্বীকারোক্তির পরও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অভিযোগ থেকে সরেননি। তিনি বলেন, “দিল্লি ও মহারাষ্ট্রে বিজেপি হরিয়ানা ও গুজরাত থেকে জাল ভোটার এনে জয়লাভ করেছে। এবার তারা একই কাজ পশ্চিমবঙ্গে করতে চাইছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় এবং ভোটার তালিকায় কারচুপি করছে।
এই বিতর্কের মধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দাবি করেছে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আরও সতর্ক থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে ভোটার তালিকায় কোনও জালিয়াতি না হয়। নির্বাচন কমিশনের এই স্বীকারোক্তির পর ভোটার তালিকা সংশোধনের দাবিও জোরদার হয়েছে।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন