একধাক্কায় বেতন বাড়বে ১৯ হাজার টাকা ! সরকারি কর্মীদের খুশির জোয়ার বইতে চলেছে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : এই মুহূর্তে অফিস বলুন বা ক্যান্টিন, সব জায়গায় একটাই আলোচনা। তা হল অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে আসবে? আর কবেই বা বেতন বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে এখন কিছুটা চাপা হাসি আসছে। কারণ, একদিকে যেমন ডিএ ২% বেড়েছে, তেমনই আরেক দিকে শোনা যাচ্ছে যে, একধাক্কায় ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। 

ঘনিয়ে আসছে আশার আলো 

যদি কারো মাসিক বেতন এখন ১ লক্ষ টাকা হয়, তাহলে অষ্টম বেতন কমিশনের পর সেটা বাড়তে পারে ১৪ থেকে ১৯ শতাংশ পর্যন্ত। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। মানে আপনি যদি এখন ৮৫ হাজার টাকা পান, তাহলে নতুন বেতন কমিশনে সেটা হতে পারে ১ লক্ষ টাকার কাছাকাছি। 

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হতে চলেছে

একাধিক সুত্র দাবি করছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। আর এই সুপারিশ কার্যকর হতে হতে ২০২৬ বা ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদিও দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সরকার যদি এবার ১.৭৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে, তাহলে গড় বেতন বৃদ্ধি পাবে প্রায় ১৪,৬০০ টাকা। আর যদি বরাদ্দ বেড়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়, তাহলে মাসিক বেতন ১৬,৭০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এমনকি বাজেট যদি ২.২৫ লক্ষ কোটিতে পৌছায়, তাহলে কর্মীদের বেতন বাড়বে ১৮,৮০০ টাকারও বেশি।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

কারা বেশি উপকৃত হবেন?

এই নতুন বেতন কমিশনের সুফল পাবেন শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়। বরং ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষের বেশি পেনশনভোগীরা। অর্থাৎ প্রায় ১ কোটির বেশি মানুষের জীবনে নতুন আশার আলো আসতে চলেছে।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

সপ্তম বেতন কমিশনের কিছু তথ্য

সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকার ব্যয় করেছিল প্রায় ১.০২ লক্ষ কোটি টাকা। কিন্তু এবার বাজেটের অংকে তা অনেক বেশি হতে পারে। তবে শুধু বাজেট নয়। এই পরিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ। 

যদিও সবকিছু এখনো কাগজে-কলমে অনুমান করা হয়নি। তবে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাসি ফোটানোর জন্যই বড়সড় ঘোষণা আসছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন