Bangla News Dunia, দীনেশ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সভায় উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতার দুটি থানায়। সেই অভিযোগ খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন মিঠুন। সেই মামলায় অভিনেতাকে রক্ষাকবচ দিল উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন
গত বছর নভেম্বরে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মিঠুনের মন্তব্য রাজ্য আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশংকা থেকেই অভিনেতার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এবং বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন জনৈক কৌশিক সাহা। মিঠুনকে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৮ ধারায় অভিযুক্ত করা হয়। এই অভিযোগ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। মঙ্গলবার ওই মামলার শুনানিতে অভিনেতাকে আগামী ২০ মে পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, বিতর্কিত মন্তব্য করার জন্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তাদন্ত চালিয়ে যেতে পারলেও অভিনেতার বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। মিঠুনকেও তদন্তে সহযোগিতা করতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, অভিনেতা মুম্বইয়ের বাসিন্দা হওয়ার কারণে কলকাতায় এসে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন করতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা। আগামী মে মাসে এই মামলার পরবর্তী শুনানি।