Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই ক্ষেত্রে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার ও প্রয়োগের উদ্যোগ নিয়েছে।
কেন কন্যাশ্রী প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ভাবনা?
এতে সরকারি দফতরের কাজের সুবিধা হওয়ার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতাও আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, “কন্যাশ্রী প্রকল্প”-এর অধীনে 13-18 বছরের অবিবাহিত স্কুলপড়ুয়া মেয়েরা প্রতি বছর 1,000 টাকা এবং 18 বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এককালীন 25,000 টাকা পান। তবে এই সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য আপলোডের সময় ছোটখাটো ভুল, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোডে ত্রুটি, দুই ছাত্রীর এক নম্বর ব্যবহার ইত্যাদি কারণে কোনও কোনও ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই চেষ্টা করা হচ্ছে এ ধরনের ত্রুটি শুধরে নিতে অত্যাধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে এই পরিষেবা প্রত্যেক ছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে।”
আরও পড়ুন:- হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত? তালিকাটা দেখে নিন…
মূলত, সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়, তথ্যগত ভুল দ্রুত সমাধানে রাজ্য প্রশাসন এআই-ভিত্তিক প্রযুক্তি আনছে, যা আবেদনকারীদের তথ্য যাচাই করে দ্রুত ভুল চিহ্নিত করতে পারবে। সাধারণ সফ্টওয়্যারের তুলনায় এআই আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে বলে মত বিশেষজ্ঞ মহলের।
কতজন ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের অনুদান পাচ্ছেন?
কন্যাশ্রী প্রকল্পের পরিসংখ্যানে রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, গত 11 বছরে প্রায় 90 লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। চলতি অর্থবছরেই 15.75 লক্ষ ছাত্রী বার্ষিক বৃত্তির জন্য নথিভুক্ত হয়েছেন, আর 2.01 লক্ষ ছাত্রী পেয়েছেন এককালীন অনুদান। এখনও পর্যন্ত মোট 593.51 কোটি টাকা বণ্টন হয়েছে। নতুন এআই ব্যবস্থার ফলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে লক্ষাধিক ছাত্রীর কাছে একথা সরকারি আধিকারিকরা বললেও বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা