কোটি কোটি টাকা তছরুপ ! পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! গ্রেপ্তার করা হল নদীয়ার (Nadia) দাপুটে তৃণমূল নেতাকে। অভিযুক্ত নেতার নাম শিবনাথ চৌধুরী। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে আর্থিক প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে সহ সভাপতি থাকাকালীন তিনি এবং ব্যাংকের বেশ কয়েকজন আধিকারিক একজোট হয়ে আমানতকারীদের জমানো টাকা নিয়ে নিয়ে নয়ছয় করেন। যেই টাকার পরিমাণ ৯ কোটি টাকা। নির্দিষ্ট সময় টাকা না পেয়ে আমানতকারীরা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন গ্রেপ্তার করা হয় শিবনাথ বাবুকে।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

এক আমানতকারী্র দাবি, ‘কৃষ্ণনগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক ছাড়াও কালীনগর সোসাইটি থেকে ১৪ কোটি টাকা তছরূপ করেছেন শিবনাথ বাবু। তিনি এতটাই প্রভাবশালী যে, তাঁকে ভয় পেত পুলিশ (Police)। তাই এতদিন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। অবশেষে হাইকোর্টের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হল।’

অন্যদিকে, শিবনাথ চৌধুরী দাবি করেন,  ‘আমি পদে থাকাকালীন টাকা ফেরত পাচ্ছিলেন না বলে বেশ কিছুজন অভিযোগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁদের টাকা ফেরত দেওয়া হয়। তাহলে প্রতারণার অভিযোগ উঠছে কী করে? এই গ্রেপ্তারির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাজনৈতিক কারণেই আমাকে ফাঁসানো হয়েছে।  পুরোটাই চক্রান্ত।’

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন