ছাব্বিশের আগে শুভেন্দু গড়ে ধাক্কা বিজেপির, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সকালে বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় যোগ ৷ বিকেলে তিনিই যোগ দিলেন তৃণমূলে ৷ বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে ৷ খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় থেকে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ৷

সোমবার সকালেও রাজ্য বিধানসভায় এসেছিলেন তিনি । বিজেপির বিধায়ক হিসেবে হাজিরা খাতায় সইও করে গিয়েছেন । বেলা গড়াতেই তৃণমূল ভবনে গিয়ে শাসকদলে নাম লেখালেন সেই গেরুয়া বিধায়ক । রাজনৈতিক মহলের একটা বড় অংশের অনুমান, জেলা সভানেত্রীর পদ যাওয়ার পরে থেকেই ক্ষুব্ধ ছিলেন তাপসী । এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল কোনও বিধায়ককে জেলা সভাপতি করা হবে না। এরপরই বিধায়ক তাপসী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানোর সিদ্ধান্ত নেন বলে খবর ।

তৃণমূলে যোগ দিয়ে তাপসী জানান, বাংলায় যেভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে তা মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না । তাই মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করতেই বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । দলে থেকেই বিভাজনের রাজনীতির প্রতিবাদ করেছিলেন । তারপরেও কাজ হচ্ছে না দেখে বাধ্য হয়েই দল ছাড়লেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আগামিদিনে হলদিয়ার উন্নয়ন করতে চান তিনি ।

আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন

তাপসী মণ্ডলের পাশাপাশি তৃণমূলে যোগ দেন বিজেপির নেতা শ্যামল মাইতি। এতদিন দলের রাজ্য কমিটির সদস্য এবং জেলা কোর কমিটির সদস্য হিসেবে কাজ করছিলেন শ্যামল। তাঁর বক্তব্য, “নানা ভাষা নানা মত নানা ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ। সেই ঐতিহ্য বহন করে বাংলা । কিন্তু আমরা লক্ষ্য করেছি বিজেপির এক নেতা একটা হিংস্র রাজনীতি করার চেষ্টা করছেন। তার বিরোধিতা করেই বিজেপি ছাড়লাম।” যদিও সেই নেতা বলতে তিনি কার দিকে ইঙ্গিত করছেন তা স্পষ্ট করেননি ৷

নিজের গড়ের বিধায়ককে হারানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাপসী মণ্ডলের দলবদলের কোনও প্রভাব বিজেপির উপর পড়বে ন । ছাব্বিশের নির্বাচনে ভোটাররা তাঁর পাশে থাকবেন না । এটাই এখন নির্বাচনের ট্রেন্ড ৷ মানুষ দল বদলুদের সমর্থন করে না।

সূত্রের খবর, গতকাল রবিবার তিনি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন । তারপর এদিন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তাপসী মণ্ডল। একটা সময় ছিলেন সিপিএমের বিধায়ক। 2016 সালে তৃণমূল-ঝড়েও হলদিয়া নিজের দাপট ধরে রেখেছিলেন তাপসী।

এরপর বিজেপিতে আসেন। গত বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে জিতে বিধায়ক হন তাপসী। এবার তিনি দলবদলে ঘাসফুল শিবিরে নাম লেখালেন। সূত্রের খবর, সোমবার সকালে এমএলএ হস্টেল থেকে তাঁকে তৃণমূল ভবনে নিয়ে যান দলের নেতা তন্ময় ঘোষ। একই গাড়িতে তাঁরা তৃণমূল ভবনে যান। সেখানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তাপসী ।

আরও পড়ুন:- ক্রমশ মুখ ঢেকে যাচ্ছে নেকড়ার মত লোমে, কোন রোগের শিকার কিশোর ললিত ?

আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন