তোলাবাজি নিয়ে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি ! জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

civic-volunteer-mamata-banerjee

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রকাশ্যেই ‘দাদাগিরি’ সিভিক ভলান্টিয়ারদের ! দাবি মতো তোলা না দেওয়ায় গাড়ির চালক-সহ এক গরু ক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ৷ অভিযোগ, পুলিশ ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁদের ৷ ক্যামেরাবন্দি মারের সেই ঘটনা ৷ এমনকী, ক্যামেরা চালু দেখেও নিজেদের দাদাগিরি চালিয়ে যান তাঁরা ৷ হাসপাতালে চিকিৎসার পর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করে পুলিশ ৷ তবে, এখনও পর্যন্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানার মল্লিকপুরে বড় হাট বসেছিল ৷ হাট থেকে কেনা গরু হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে নিয়ে আসছিল জেলার একটি পিক আপ ভ্যান ৷ সন্ধ্যার নামার মুখে ভেলাবাড়ি নাকা চেকপোস্টে পিক আপ ভ্যানটিকে দাঁড় করান 3 সিভিক ভলান্টিয়ার ৷ অভিযোগ, তাঁরা গরুর ক্রেতার কাছে এক হাজার টাকা তোলা দাবি করেন ৷ কিন্তু, গাড়ির চালক ও গরুর মালিক এক হাজার টাকার পরিবর্তে 500 টাকা দিতে রাজি হন ৷ অভিযোগ, এরপরই সিভিক ভলান্টিয়াররা তাঁদের গাড়ি থেকে নামিয়ে নাকা ক্যাম্পে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন ৷

আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

এই ঘটনায় পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ার শাহজামাল, আসমাউল হক ও আসাদকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ৷”

পিক আপ ভ্যানের চালক সাহের আলমের অভিযোগ, “আমরা প্রতি সপ্তাহেই ডালখোলা থেকে পণ্য নিয়ে আসি ৷ গতকালও গরু নিয়ে ফিরছিলাম ৷ সিভিক ভলান্টিয়াররা আমাদের দাঁড় করান ৷ এক হাজার টাকা করে দাবি করেন ৷ আমরা তাঁদের 500 টাকা দিতে রাজি হই ৷ কিন্তু, ওঁরা সাফ জানিয়ে দেন, হাজার টাকার কম নেবেন না ৷ এরপর ওঁরা আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন ৷ সিভিক ভলান্টিয়ারদের জানান, পুলিশ কর্মীরা এই তোলা আদায় করতে বলেছেন ৷ টাকা না-দিলে সিসিটিভি ফুটেজ দেখে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কিন্তু, ঘটনার সময় কোনও পুলিশ আধিকারিক ছিলেন না ৷”

আক্রান্ত গরু মালিক রুহুল আলি বলেন, “আমি ওই তিন সিভিক ভলান্টিয়ারকে 500 টাকা দিতে রাজি হয়েছিলাম ৷ কিন্তু, ওঁনারা তাতে রাজি হননি ৷ আমরা গাড়ির ভিতরে ছিলাম ৷ গাড়ি থেকে টেনে বের করে ওঁরা আমাদের ক্যাম্পে নিয়ে যায় ৷ সেখানে আমাদের বেধড়ক মারে ৷ প্রতি সপ্তাহেই আমরা সিভিক ভলান্টিয়ারদের শিকার হই ৷ কিছু বলতে গেলে উল্টে আমাদের হুমকি দেওয়া হয় ৷ এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ৷ দেখা যাক, পুলিশ কী ব্যবস্থা নেয় ৷”

এলাকায় পুলিশ আর সিভিক ভলান্টিয়ারদের তোলাবাজির রাজত্বের কথা মেনে নিয়েছেন স্থানীয় বাজারু শেখ ৷ তাঁর কথায়, “এখানে টাকা না-দিলে ওঁরা কোনও গাড়ি ছাড়ে না ৷ বৃহস্পতিবার সন্ধ্যার দিকেও একই ঘটনা ঘটে ৷ প্রতিটি গাড়ি থেকে ওঁরা 500 টাকা দাবি করেন ৷ আর গরু থাকলে তোলার পরিমাণ হয়ে যায় এক হাজার টাকা ৷ টাকা নিয়ে ওঁরা বিহারে মদও পাচার করেন ৷ টাকা না দিলেই ওরা মারধর করেন ৷ আমরা এর বিচার চাই ৷” হরিশ্চন্দ্রপুর থানার এক আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্তও ৷ অভিযোগ প্রমাণিত হলে ওই সিভিক কর্মীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে ৷”

আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন