Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দুবাইয়ের বেকারিতে তিন ভারতীয়র ওপরে তরোয়াল নিয়ে হামলা চালাল এক পাকিস্তানি। তাতে ২ জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল। ওই তিন শ্রমিকের বাড়ি তেলঙ্গনায়। তাঁরা দুবাইতে কাজে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, হামলাটি একজন পাকিস্তানি নাগরিক ঘটিয়েছে, যে ধর্মীয় স্লোগান দিতে দিতে বেকারিতে ঢুকে তরোয়াল দিয়ে আক্রমণ করে।
তেলঙ্গনার নির্মল জেলার সাউন গ্রামের বাসিন্দা ৩৫ বছরের অষ্টাপু প্রেমসাগর এই হামলায় মারা গিয়েছেন। তাঁর কাকা এ. পোশেত্তি বলেন, প্রেমসাগর গত ৫-৬ বছর ধরে দুবাইয়ের একটি বেকারিতে কাজ করছিলেন। ২ বছর আগে ভারতে এসেছিলেন। কাজ করার সময় তাঁকে তরোয়াল দিয়ে আক্রমণ করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রেমসাগর তাঁর স্ত্রী এবং দুই ছোট সন্তানকে নিয়ে থাকতেন। পরিবারটি সরকারের কাছে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার এবং পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছে।
আরও পড়ুন:- রান্নার গ্যাসে ভর্তুকি একেবারে বন্ধ হচ্ছে! ভর্তুকি পেতে হলে আজই এই কাজ সেরে নিন
এই হামলায় মৃত দ্বিতীয় ব্যক্তি হলেন নিজামবাদ জেলার শ্রীনিবাস। আহত তৃতীয় ব্যক্তির নাম সাগর, যিনি হাসপাতালে ভর্তি। সাগরের স্ত্রী ভবানী সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এনিয়ে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন। তিনি পরিবারগুলিকে সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন। রেড্ডি তাঁর পোস্টে লিখেছেন, ‘দুবাইতে তেলঙ্গনার দুই যুবক অষ্টাপু প্রেমসাগর এবং শ্রীনিবাসের বর্বর হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। আমি বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছি। তিনি শোকাহত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা এবং যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভারতে আনার আশ্বাস দিয়েছেন।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রk এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, আমরা এই বিষয়ে দুবাই পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সয়াতনা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:- মুর্শিদাবাদ-ভাঙড় হিংসায় বাংলাদেশি জিহাদিদের হাত, রিপোর্ট কেন্দ্রের