Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেউচায় কয়লা খনি প্রকল্পের কাজ বন্ধ করে দিল স্থানীয় আদিবাসী মানুষজন। খনিতে নেমে বিক্ষোভ দেখান আদিবাসী মহিলারা ৷ তাঁদের স্পষ্ট বক্তব্য, সরকার প্রতিশ্রুতি মত কাজ করছে না, তাই খনি হোক তারা চায় না ৷ জেসিবি মেশিন দিয়ে খনন কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ প্রশাসনের লোকজনকে এলাকা ছাড়া করে আদিবাসী নিয়মে চড়কা কেটে দেওয়া হয় ৷
5 ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বীরভূমের দেউচা-পাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির খনন কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত ‘বিরাট’ বিক্ষোভ সামাল দিয়ে 7 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে শুরু হয়েছিল দেউচায় খনন কাজ ৷ প্রথম থেকেই এখানে খনি বিরোধী আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের মধ্যে অধিকাংশ আদিবাসী।
আরও পড়ুন:- হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত? তালিকাটা দেখে নিন…
বিক্ষোভকারী মহিলারা বলেন, “আমরা খনি চাই না ৷ আমরা জমি দেব না ৷ প্রতিশ্রুতি মত সরকার কিছুই করেনি ৷ আজ আমাদের কাছ থেকে জমি নিয়ে নেবে, পরবর্তীতে আমাদের ছেলেদের কি হবে ? তাদের ভবিষ্যৎ কি। এই রকম তো আমরা বাইরে গিয়ে পাব না ৷ তাই জমি ছাড়ব না।”
এই দেউচা-পাচামিতে 3400 একর জমিজুড়ে কয়লা মজুত রয়েছে ৷ এই এলাকায় কমপক্ষে 20টি গ্রাম আছে ৷ যেখানে প্রায় 21 হাজার মানুষের বসবাস ৷ এছাড়া রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি। এশিয়ার সর্ববৃহৎ এই কয়লা খনিতে 1240 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে ৷ কয়লার উপরের স্তরে 675 মিলিয়ন টন ব্যাসল্ট শিলার স্তর রয়েছে। কিন্তু, এত মানুষ নিজের এলাকা ছাড়তে রাজি নন ৷
খনিতে নেমে বিক্ষোভ দেখান আদিবাসী মহিলারা
যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমিদাতাদের জন্য চাকরি, আর্থিক প্যাকেজ-সহ একাধিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তা সত্ত্বেও আদিবাসী মানুষজন তাঁদের ভিটেমাটি ছাড়তে নারাজ ৷ তাঁদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি মত কাজ করছে না ৷
এই অভিযোগে এদিন সকাল থেকে দেউচার খনন কাজ বন্ধ করে দেন আদিবাসী মানুষজন। বিশেষ করে আদিবাসী মহিলারা একত্রিত হয়ে খনিতে নেমে কাজ বন্ধ করে দেন ৷ খনন কাজ চালিয়ে যাওয়া জেসিবি, পে লোডারগুলি খনি থেকে তুলে দেওয়া হয় ৷ খনন কাজের দায়িত্বে থাকা প্রশাসনের লোকজনকে তাড়িয়ে দেন বিক্ষোভকারীরা ৷ তাদের স্পষ্ট বক্তব্য, খনি হতে দেব না ৷
আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা