Bangla News Dunia, দীনেশ :- দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি করে দাম না বাড়ায়। কেউ যেন বেশি করে জিনিস মজুত করে রাখার চেষ্টা না করে। বৃহস্পতিবার নবান্নে এমনটা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আতঙ্কিত না হতে। শুধু তাই নয়, রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন
এরপর এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি কীভাবে করবেন ? জেনে নিন