ধারে ১০ প্লেট বিরিয়ানি দিতেই হবে, দোকানি না বলাতে ভয়ঙ্কর কান্ড ঘটালেন কাস্টমার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা শহরে ফের তোলাবাজির অভিযোগ। নিউটাউনের শাপুরজি এলাকায় এক বিরিয়ানি ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক যুবক দোকান থেকে ধার চেয়ে ১০ প্লেট বিরিয়ানি নিতে চেয়েছিল। দোকানের কর্মচারীরা টাকা ছাড়া খাবার দিতে অস্বীকার করতেই দোকানে ভাঙচুর চালায় অভিযুক্ত। শুধু তাই নয়, দোকান মালিক প্রতিবাদ করতেই তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

কি ঘটেছিল?
নিউটাউনের শাপুরজি এলাকায় পাথরঘাটার বাসিন্দা রূপম বিশ্বাসের ছোট একটি বিরিয়ানি দোকান রয়েছে। অভিযোগ, অজয় সর্দার নামে এক যুবক প্রায়শই তার দোকানে এসে বিনামূল্যে খাবার নেওয়ার চেষ্টা করত। ঘটনার দিন, রূপম বিশ্বাস দোকানে না থাকায় অভিযুক্ত যুবক কর্মচারীদের কাছে ১০ প্লেট বিরিয়ানি দাবি করে। টাকা চাওয়া হলে সে রেগে গিয়ে দোকানে ভাঙচুর চালায়।

আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন

এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস ফিরে এসে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক তাকে ক্রিকেট ব্যাট বা উইকেট জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত ব্যবসায়ীর বক্তব্য
রূপম বিশ্বাস বলেন, “অজয় সর্দার নামে ছেলেটা প্রায়ই এসে তোলাবাজির মতো আচরণ করত। টাকা না দিয়েই খাবার নিয়ে চলে যেত। মদ্যপ অবস্থায় এসে আমার কর্মচারীদের উপর চড়াও হয়, বিরিয়ানি চায়। টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে দোকানে ভাঙচুর চালায়। আমি বাধা দিতে গেলে আমার মাথায় আঘাত করে।”

অভিযুক্তর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু
হাসপাতাল থেকে ছুটি পেয়েই রূপম বিশ্বাস টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। নিউটাউন এলাকার ছোট ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন