নতুন নিয়মের আওতায় পুরীর জগন্নাথ মন্দির ! জানুন কী সুবিধা পাচ্ছেন পুণ্যার্থীরা ?  

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পুরীর জগন্নাথ মন্দির এবং বিগ্রহ দর্শনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র জানিয়েছেন, মন্দির কমিটির সঙ্গে আলোচনার পরেই এই নতুন নিয়ম চালু করা হবে। এই বিষয়ে মন্দির কমিটির সঙ্গে তাঁর একটি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এদিন তিনি বলেন, ‘দর্শনার্থীরা যাতে কোনও প্রকার সমস্যা ছাড়াই সুন্দর ভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। বিশেষ ব্যবস্থা থাকবে মহিলা এবং বয়স্কদের জন্য। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম ও ভিআইপিদের জন্য পৃথক কোনও ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।’

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

জানা গিয়েছে, মন্দির দর্শনের সময় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির ঘটনা এড়াতে নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ৬ টি আলাদা লেন বানানো হবে। আলাদা আলাদা লাইনের ব্যাবস্থা থাকবে পুরুষ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষমদের জন্য। বিগ্রহ দর্শন শেষে মন্দির থেকে বেরোনোর জন্য পুরুষ দর্শনার্থীরা ব্যবহার করবেন গড়ুরদ্বার। মহিলা ও বয়স্কদের বেরোনোর ব্যাবস্থা করা হবে ঘন্টিদ্বার দিয়ে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুণ্যার্থীদের মন্দির দর্শনের অভিজ্ঞতা আরও সুখকর করে তুলবে বলেই মত মন্দির কর্তৃপক্ষের।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন