নববর্ষ উপলক্ষে Jio-র ধামাকা মোবাইল রিচার্জ অফার। দেরি না করে আজই জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Jio-

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে Jio-র তরফে গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ অফার নিয়ে আসা হল। এখন জিও হল দেশের মধ্যে সব থেকে বড় টেলিকম কোম্পানি। এর পরে আছে Bharti Airtel, VI (Vodafone Idea) ও শেষে BSNL (Bharat Sanchar Nigam Limited). এবারে বাংলা নতুন বছর শুরু আগেই গ্রাহকদের জন্য জিও রিচার্জ প্ল্যান নিয়ে দারুণ খুশির খবর দিলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।

Jio Mobile Recharge Offer 2025

বিগত কিছু বছর ধরে আনলিমিটেড ইন্টারনেট দেওয়া হচ্ছে এই সংস্থার তরফে এবং এবারে ফ্রিতে OTT দেওয়া হতে চলেছে নতুন প্ল্যানের মাধ্যমে। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির কাছে একটি স্মার্টফোন তো অবশ্যই থাকবে। তবে যে হারে রিচার্জের দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তদের পকেটের চাপ বাড়তে বাধ্য। আর এই কারণের অনেকেই এখন কম খরচের প্ল্যান খুঁজছে নিজেদের খরচ বাঁচানোর জন্য।

জিও মোবাইল রিচার্জ অফার

আর এই জন্য বিগত কিছু মাসে লক্ষাধিক গ্রাহক জিওকে ছেড়ে দিয়ে BSNL বা অন্যান্য কোন না কোন কোম্পানিতে পোর্ট করে গেছেন। কিন্তু এবারে গ্রাহকদের ফিরে পেতে ও খরচ বাচানোর উদ্দেশ্যে কম দামের প্ল্যান নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

175 Rupees Jio Recharge Plan

মাত্র ১৭৫ টাকায় রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন একাধিক সুবিধা। কম খরচে আনলিমিটেড ডেটা, কল, মেসেজ এছাড়া পাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার ঝোক বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এই সুবিধা আপনি পেয়ে যাবেন বিনামূল্যে ১৭৫ টাকা রিচার্জে।

11 টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্য সাবস্ক্রিপ্সন, 28 দিনের ভ্যালিডিটি থাকবে, মোট 10 GB হাই স্পিড ডাটা পাবেন। জিওর 175 টাকার প্ল্যানে আপনি উপভোগ করতে পারবেন 11 টি জনপ্রিয় ওটিটি ও 11 টি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের সুযোগ থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে অনেকেকেই আর সিনেমা হলে যেতে হবে না! নববর্ষের মনরঞ্জন বাড়িতে বসেই করা যাবে।

কোন কোন OTT প্ল্যাটফর্ম পাওয়া যাবে?

Sony LIV, ZEE 5, Jio Cinema Premium, Lionsgate Play, Discovery Plus, Sun NXT, Hoichoi, Kaccha Lankaa, Planet Marathi, Chaupal, Jio TV. এই সকল অ্যাপ আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যে সমস্ত ব্যক্তি খুবই কম দামের মধ্যে রিচার্জ করতে চান এবং শুধুমাত্র বিনোদনের জন্য মুখ্যভাবে ফোন ব্যবহার করেন ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমা দেখার আগ্রহ রয়েছে তাদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত প্ল্যান।

আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে নতুন বছরে শুরুতে ১৭৫ টাকার এই প্ল্যানে সুবিধা নিতে একদম ভুলবেন না। খুব দ্রুত ১৭৫ টাকার প্ল্যান রিচার্জ করুন এবং যাবতীয় সুবিধা উপভোগ করুন। এই ধরণের প্ল্যানে বিনিয়োগ করে নেওয়ার ফলে আপনাদের মনরঞ্জনের অভাব হবে না, আর ডেলি সার্চের সকল সদস্যদের তরফে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো সকল পাঠকদের জন্য।

 

আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন