Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা। প্রতি বছর ৮ মার্চ নারীদের সম্মান জানাতে বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। সকল নারীদের এই বছর কুর্নিশ জানিয়ে পাঠান এই মেসেজ।
আন্তর্জাতিক নারী দিবসের মেসেজ (International Women’s Day Messages)
* আপনার শক্তি এবং সাহস আমাদের সকলকে অনুপ্রাণিত করে। শুভ নারী দিবস।
* যেই মেয়েরা স্বপ্ন দেখে, তাঁরা দূরদর্শী নারী হয়। শুভ নারী দিবস বিশ্বের সকল মহিলাকে।
* প্রত্যেক পুরুষের একজন মহিলার প্রয়োজন হয় যখন তার জীবন ছন্নছাড়া হয়ে যায়। কারণ দাবা খেলার মতোই রানি রাজাকে সুরক্ষা দেয়। শুভ নারী দিবস ২০২৫।
* পৃথিবীর সমস্ত নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
* তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস!
* নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। শুভ নারী দিবস।
* সমান অধিকার বিশেষ অধিকার নয়। শুভ আন্তর্জাতিক নারী দিবস!
* প্রতিটি দিনই হোক নারী দিবস। শুভেচ্ছা সকল নারীদের।
আরও পড়ুন:- দক্ষিন পূর্ব মধ্য রেলওয়েতে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
* পুরুষরা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন না। তাঁর জীবনে আসা নারীই নিজের গুণাবলী দিয়ে ওই পুরুষের ভাগ্য তৈরি করেন।
* তুমিই অনন্যা! শুভ নারী দিবস।
* সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
* আমার জীবন এতটা গুছিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা।
* নারীরাই সমাজের প্রকৃত স্থপতি। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।
* নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। শুধুমাত্র নারী দিয়েই ঘর সম্পূর্ণ।
* তুমি সব সময় আমার অনুপ্রেরণা। আমার জন্যে যা কিছু করেছ তার জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। শুভ নারী দিবস ২০২৫!
* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।
* অক্লান্ত পরিশ্রম করে যারা এই বিশ্বকে আলোকিত করে তুলেছেন তাদের নারী দিবসের শুভেচ্ছা।
* নারীর মতো ভাবুন, নারী ব্যর্থতাকে ভয় পান না, কারণ তাঁরা জানেন যে এটি সাফল্যেরই সর্বপ্রথম ধাপ। শুভ নারী দিবস।
* পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার উৎসাহ দেওয়া কথাগুলি আমাকে সব সময়ে এগিয়ে যেতে সাহায্য করে। শুভ নারী দিবস।
* নারী দিবসের অনেক শুভেচ্ছা! শুভ হোক রোজ।
* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।
* তুমি আমার পাশে যখন থাকো না, তখন আমার জীবন একেবারে ফাঁকা মনে হয়। আমার সঙ্গেই থেকো সব সময়। নারী দিবসের শুভেচ্ছা!
* আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
* বিশ্বজুড়ে সমস্ত অবিশ্বাস্য মহিলাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় ভরা একটি দিন কামনা করছি।
* যে নারীরা বিশ্বকে উজ্জ্বল করে তুলেছে তাদের ধন্যবাদ।
* এভাবেই আগলে রেখো আমায়। আমি গর্বিত তোমায় পেয়ে। আমার জন্যে রোজই নারী দিবস।
* বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তাঁরা। তাঁদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার।
* তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী।
* তুমি আমার জীবনের সেরা চমক, আমার স্ত্রী! তোমায় অনেক ভালবাসি। শুভ নারী দিবস ২০২৫!
আরও পড়ুন:- টানা ১৯ দিন লোকাল সহ প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কবে থেকে
আরও পড়ুন:- বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জেনে নিন