Bangla News Dunia, Pallab : নারী দিবসের অনুষ্ঠানে (International Women’s Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তায় থাকবেন মহিলা পুলিশ আধিকারিকরা। আগামীকাল ৮ মার্চ নারী দিবসের অনুষ্ঠান রয়েছে গুজরাটের নওসারি জেলায়। সেখানে ইতিমধ্যে নিরাপত্তার কঠোর বন্দোবস্ত করা হচ্ছে। এরই মধ্যে নারী দিবসের কথা মাথায় রেখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এই কথা জানিয়েছেন।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
নওসারিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত আয়োজন তদারকি করছেন মহিলা আধিকারিকরা। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন মহিলা পুলিশকর্মীরাই।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
মোট ২ হাজার ১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ, ১৬ জন ডেপুটি এসপি, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার কর্মকর্তা-সহ সকল মহিলা পুলিশ আধিকারিক সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকবেন। মূলত নারী দিবসে নারী সক্ষমতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে সাঙ্ঘভি জানান।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা