নির্বাচন কমিশনের ঘোষণায় ‘মমতার জয়’, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী তিন মাসের মধ্যে ভোটার কার্ডে ডুপ্লিকেট এপিক নম্বরের ইস্যুর সমাধান করবে নির্বাচন কমিশন ৷ শুক্রবার সন্ধ্যায় তাদের এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে দেশের ভোট পরিচালক সংস্থা ৷ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় দেখছে তৃণমূল ৷

এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে একই এপিক নম্বরের একাধিক ভোটার কার্ড ইস্যু প্রসঙ্গে কমিশন জানিয়েছে, “ভোটার কার্ডে এপিক নম্বর যাই হোক না কেন, একজন ভোটার শুধুমাত্র সেই নির্দিষ্ট ভোটকেন্দ্রটিতেই ভোট দিতে পারবেন, যেখানে তাঁর নাম নথিভুক্ত রয়েছে ৷ এছাড়া অন্য কোথাও ভোট দিতে পারবেন না তিনি ৷ এরকম একশোটি নমুনা যাচাই করে দেখা গিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটাররা বৈধ ভোটার ৷”

আরও পড়ুন:- দক্ষিন পূর্ব মধ্য রেলওয়েতে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

2000 সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এপিক সিরিজের বণ্টন করা হয়েছিল ৷ পরে দেখা যায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) অর্থাৎ ভোটার নথিভুক্তিকারী আধিকারিক সঠিক সিরিজটি ব্যবহার করেননি ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বাধীনভাবে ইলেক্টোরাল রোল ডেটাবেস বা ভোটার তালিকার তথ্যগুলি ব্যবস্থা করছে ৷ তার ফলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডুপ্লিকেট এপিক নম্বরের ইস্যুটি এতদিন ধরা পড়েনি ৷ এবার কমিশন এই দীর্ঘদিন ধরে ওঠা ইস্যুটি সমাধানের সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী তিন মাসে এই বিষয়ে প্রযুক্তির দায়িত্বে থাকা দল এবং সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে ৷ যে সব ভোটার কার্ডের ডুপ্লিকেট এপিক নম্বর আছে, সেই কার্ডগুলির জন্য ইউনিক ন্যাশনাল এপিক নম্বর নিশ্চিত করা হবে ৷ পাশাপাশি ভবিষ্যতের ভোটারদের কার্ডেও ইউনিক ন্যাশনাল এপিক নম্বর থাকবে ৷

এরপরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সোশাল মিডিয়া পোস্টে লেখেন, “শেষমেশ নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে ডুপ্লিকেট এপিক (ইলেক্টোরাল ফোটো আডেন্টিটি কার্ড) একইসঙ্গে অনেক মানুষের মধ্যে বণ্টন করা হয়েছিল ৷ তারা যে তাদের দোষ মেনে নিয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কারচুপি নিয়ে সরব হয়েছেন ৷ তিনি এই দুর্নীতি ফাঁস করে দিয়েছেন ৷”

আরও পড়ুন:- টানা ১৯ দিন লোকাল সহ প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কবে থেকে

আরও পড়ুন:- বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন