Bangla News Dunia, Pallab : পরপর দু’বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মণিপুর (Manipur)। বুধবার সকাল থেকে প্রায় এক ঘণ্টার ব্যবধানে পরপর ২ বার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭ এবং দ্বিতীয়বার ভূমিকম্পের সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
এদিন সকাল ১১টা ৬ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ইম্ফল পূর্ব জেলার ইয়াইরিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে ভূমিকম্পর উৎপত্তিস্থল, যা প্রায় ১১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছেন শিলংয়ের আঞ্চলিক ভূমিকম্প কেন্দ্রের কর্মকর্তারা। ভূমিকম্প অনুভূত হয়েছে অসম, মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু অঞ্চলে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
এরপর দুপুর ১২টা ২০ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্প উৎপত্তিস্থল মণিপুরের কামজং জেলায়। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার।
ভূমিকম্পে মণিপুরের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। থোবাল জেলার একটি স্কুল বিল্ডিংয়েও ফাটল দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ইম্ফলের (Imphal) এক কর্মকর্তা।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !