পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

women police

Bangla News Dunia, Pallab : দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কনস্টেবল, এস আই, সার্জেন্ট সহ একাধিক পদে নিয়োগ বন্ধ থাকার কারণে কলকাতা পুলিশের (Kolkata Police) থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগে পুলিশের অভাব ছিল। যার পর ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ করা হয়। এইবার আবার হোমগার্ড পদে নিয়োগ করতে চলেছে লালবাজার।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

হ্যাঁ পুলিশের চাকরি যারা করতে চান তাদের জন্য সুখবর। কলকাতা পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই।‌

কারণ কলকাতা পুলিশে (Kolkata Police) নতুন করে নিয়োগ করা হবে বলে নবান্ন থেকে একটি ছাড়পত্র লালবাজার এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবষের শুরুতেই এই নিয়োগ ‌ প্রক্রিয়া শুরু হবে।‌

কলকাতা পুলিশের (Kolkata Police) এক বিশেষ সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ছাড়পত্র লেখা আছে, নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০% কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ

৪৫০জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্যে থেকে আর বাকি ৫০ টি পদে নিয়োগ হবে কর্মরত যোগ্য সিভিক ‌ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি বড় একটি সুযোগ সে কথা বলাইবাহুল্য।

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নিয়োগের জন্য কলকাতার পুলিশ ‌(Kolkata Police) কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন, প্রাথমিকভাবে বেছে নেওয়ার পর যোগ্য প্রার্থীদের ৬০ নাম্বারের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে, সিভিকদেরকেও এই লিখিত পরীক্ষায় বসতে হবে।

কত নাম্বার পেলে লিখিত পরীক্ষায় পাশ হবে সেটা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে কলকাতা পুলিশের হোম গার্ড পদে নিয়োগ করা হবে তবে তার আগে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন