পশ্চিমবঙ্গে 9850 টি শূন্যপদে চাকরি – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে , দেখুন বিস্তারিত তথ্য ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন করে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NBCFDC) থেকে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা জানাতে হবে অনলাইনে। জাতীয় অনগ্রসর শ্রেণীর অর্থ ও উন্নয়ন মিশন থেকে প্রকাশিত নোটিশ নং NBCFDM/HR/REC_WB-Ad/10/05-03-2025 ও প্রকাশিত তারিখ 5ই March, 2025।

জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করার জন্য পদ ভিত্তিক আলাদা আলাদা যোগ্যতা, বয়স ও বেতন উল্লেখ রয়েছে। আজকের প্রতিবেদনে বিস্তারিত ভালো ভাবে দেখে নিন কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে।

NBCFDM কতগুলো শূন্যপদে কর্মী নিয়োগ করছে?

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে মোট 9850 টি শূন্যপদে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মধ্যেই যোগ্য চাকরি প্রার্থীদের কর্মস্থান থাকবে।

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন কোন কোন পদে কর্মী নিয়োগ করছে?

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন যে সমস্ত পদে কর্মী নিয়োগ করছে, তা হলো – ট্রেনিং ফ্যাসিলিটেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি-টাস্কিং অফিসিয়াল, কম্পিউটার অপারেটর, ফিল্ড ডাটা কালেক্টর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা ম্যানেজার, অ্যাকাউন্ট অফিসার, ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার।

NBCFDM পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে – ট্রেনিং ফ্যাসিলিটেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি-টাস্কিং অফিসিয়াল, কম্পিউটার অপারেটরও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 43 বছর বয়সের মধ্যে। আর ফিল্ড ডাটা কালেক্টর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ডাটা ম্যানেজার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 43 বছর বয়সের মধ্যে। অপরদিকে অ্যাকাউন্ট অফিসার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 22 বছর বয়স থেকে সর্বোচ্চ 43 বছর বয়সের মধ্যে। অন্যদিকে ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন 23 বছর বয়স থেকে সর্বোচ্চ 43 বছর বয়সের মধ্যে।

NBCFDM কতগুলো শূন্যপদে কর্মী নিয়োগ করছে?

জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) সর্বমোট 9850 টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। পদ ভিত্তিক শূন্যপদ বিন্যাস – ট্রেনিং ফ্যাসিলিটেটর পদে 1566 টি, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 1865 টি, মাল্টি-টাস্কিং অফিসিয়াল পদে 1258 টি, কম্পিউটার অপারেটর পদে 1774 টি, ফিল্ড ডাটা কালেক্টর পদে 996 টি, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে 1444 টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 231 টি, ডাটা ম্যানেজার পদে 436 টি, অ্যাকাউন্ট অফিসার পদে 166 টি এবং ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে 114 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন(NBCFDM) কোন পদে কত টাকা করে মাসিক বেতন?

জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা ভিত্তিক। যেখানে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন পদ ভিত্তিক আলাদা আলাদা রয়েছে। ট্রেনিং ফ্যাসিলিটেটর পদে মাসিক বেতন রয়েছে 22,750 টাকা, অফিস অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর পদে মাসিক বেতন থাকবে 23,250 টাকা, মাল্টি-টাস্কিং অফিসিয়াল পদে রয়েছে 23,450 টাকা, ফিল্ড ডাটা কালেক্টর পদে বেতন থাকবে 25,650 টাকা, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে 24,650 টাকা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে থাকবে 30,750 টাকা, ডাটা ম্যানেজার পদে রয়েছে 28,350 টাকা, অ্যাকাউন্ট অফিসার পদে মাসিক বেতন থাকবে 27,450 টাকা অপরদিকে ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে মাসিক বেতন থাকবে 36,760 টাকা।

NBCFDM পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা?

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন অর্থাৎ জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) এর তরফ থেকে প্রকাশিত নোটিশে পদ ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো কোনো পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ ও তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা চাওয়া হয়েছে, ঠিক তেমনি কিছু পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদি যোগ্যতা ও উক্ত কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই NBCFDM থেকে প্রকাশিত নোটিশ ডাউনলোড করে ভালো ভাবে দেখে নিন, নোটিশ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে। সেই লিংক থেকে সরাসরি ডাউনলোড করে বিস্তারিত ভাবে যোগ্যতার মানদন্ড দেখে নিয়ে আবেদন করুন।

NBCFDM আবেদন ফি?

জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে যো সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, উক্ত পদে আবেদন ফি হলো – General/OBC/MOBC প্রার্থীদের জন্য 399 টাকা এবং SC/ST প্রার্থীদের জন্য 299 টাকা অপরদিকে BPL প্রার্থীদের জন্য আবেদন ফি 299 টাকা। তবে মনে রাখবেন যাদের কাছে বৈধ BPL সার্টিফিকেট আছে, তারা সেটির স্ক্যান কপি আপলোড করবেন। তবে রেশন কার্ড BPL সার্টিফিকেট বলে গ্রহণযোগ্য হবে না। এছাড়াও জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী যদি লিখিত পরীক্ষায় উপস্থিত হয়ে থাকে, তাহলে ফি ফেরত দেওয়া হবে।

NBCFDM পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। অন্য কোনো মাধ্যম বা উপায়ে আবেদন গ্রহণ হবে না। আবেদন করার সময় যদি উপযুক্ত প্রমাণপত্র আপলোড না করা হয়, তবে আবেদন বাতিল হবে।আবেদনের জন্য যেসব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে –

1) পাসপোর্ট সাইজের ছবি 150KB।
2) স্বাক্ষরের স্ক্যান কপি 50KB এর মধ্যে।
3) সর্বশেষ পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি 150 KB।
4) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) 150KB এর মধ্যে।
5) জাতি (SC/ST/OBC/MOBC) বা BPL সার্টিফিকেটের স্ক্যান কপি 150KB এর মধ্যে।

গুরুত্বপূর্ণ বিষয়ঃ
A) BPL প্রার্থীদের অবশ্যই বৈধ BPL সার্টিফিকেট (DC/DM/ADC/SDO/CO/BDO দ্বারা ইস্যু করা) আপলোড করতে হবে।
B) SC/ST/OBC/MOBC প্রার্থীদের অবশ্যই জাতি সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।
C) মনে রাখবেন, রেশন কার্ড বা স্পেশাল ফ্যামিলি আইডেন্টিটি কার্ড গ্রহণযোগ্য নয়।
D) যদি আবেদনকারী সঠিক ভাবে আবেদন না করে থাকে ও উপযুক্ত প্রমাণপত্র আপলোড না করে থাকে, তবে তাঁর আবেদন বাতিল হবে।

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

NBCFDM পদে আবেদন পদ্ধতি?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য wbnbcfdmvacancy.in এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

NBCFDM পদে আবেদন শেষ তারিখ?

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 15/03/2025 তারিখের মধ্যে।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন