Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এক দশক পর নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা সত্ত্বেও তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শ্রেয়স আইয়ারের এহেন মন্তব্য বেশ শোরগোল ফেলে দিয়েছে ৷ তাতে অবশ্য নাইটদের আইপিএলের চূড়ান্ত প্রস্তুতিতে ছেদ পড়ল না ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গেল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের চূড়ান্ত প্রস্তুতি ৷ পুজো দিয়ে এদিন অনুশীলন শুরু করে আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনের রেশ এখনও ফিকে হয়নি ৷ তাই দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে থাকা বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারা শিবিরে যোগ দেননি এখনও ৷ 22 মার্চ আইপিএলে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরদ্ধে খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা। কেবল প্রথম ম্যাচই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই চ্যাম্পিয়নের দাপট যাতে অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু চন্দ্রকান্ত পণ্ডিত অ্যান্ড কোম্পানির। চন্দ্রকান্তর সহকারি হিসেবে ইতিমধ্যেই ওটিস গিবসনের নাম ঘোষিত হয়েছে ৷ মেন্টর হিসেবে থাকছেন আরেক ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভো ৷
আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন
বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং স্পেন্সার জনসন বাদে স্কোয়াডের বাকি সদস্যরা সকলেই প্রথমদিনের অনুশীলনে হাজির। অধিনায়ক আজিঙ্কা রাহানে, সহঅধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, অ্য়ানরিচ নর্তজে, কুইন্টন ডি’কক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, মইন আলি সকলেই প্রথমদিনের অনুশীলনে হাজির। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, কলকাতায় পা-দেওয়ার অর্থ ঘরে ফেরা। চলতি আইপিএলে ট্রফি ধরে রাখার ব্যাপারে আশাবাদী তাঁরা। মেগা নিলামের পরে কলকাতা নাইট রাইডার্স গতবারের স্কোয়াডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফিল সল্ট, মিচেল স্টার্ক যাঁদের মধ্যে অন্যতম। এদের অবদানও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ছিল যথেষ্ট। স্বাভাবিকভাবেই তাঁদের অভাব পূরণ করা ডি’কক, নর্তজে, জনসনদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং।
ভারতের উদীয়মান পেসার উমরান মালিক অবশ্য এখনও পর্যন্ত চোটে কাবু। এনসিএতে রয়েছেন তিনি। তাঁকে না-পাওয়া গেলে তা বড় ধাক্কা নাইটদের জন্য। তাই সবমিলিয়ে আগামী দশদিনের মধ্যে পুরো দলকে এক সুতোয় বাঁধা মেন্টর ডোয়েন ব্রাভোর কাছেও চ্যালেঞ্জ হতে চলেছে। ইতিমধ্যে প্রথম ম্যাচের টিকিট নিঃশেষিত। কালোবাজারি তুঙ্গে। সবমিলিয়ে বসন্তের গরমে কলকাতায় নাইটদের আইপিএলের চূড়ান্ত প্রস্তুতির ঢাকে কাঠি।
আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন
আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন