বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ কেন ? কেন্দ্রের রিপোর্ট তলব হাইকোর্টের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যে মহাত্মা গান্ধি রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (একশো দিনের কাজ) প্রকল্প বন্ধ। এনিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে কেন্দ্র। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে ওই মন্ত্রককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

১০০ দিনের কাজের (100 Days Work) টাকা নয়ছয়ের অভিযোগ তুলে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল।

এর আগে ২০ মার্চ নোডাল অফিসার কোর্টে রিপোর্ট দিয়ে জানান, হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময় রাজ্যের চার জেলা পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জিটিএ এরিয়া পরিদর্শন করে। এই চার জিটিএ এরিয়াতে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এই অর্থ প্রকৃত প্রাপকদের দ্রুত বণ্টনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার অশোক চক্রবর্তী আদালতে জানান, ১০০ দিনের প্রকল্পে ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তারমধ্যে ২ কোটি ৩৯ লক্ষ টাকার মতো পুনরুদ্ধার করা গিয়েছে। রাজ্যই উদ্ধার করেছে। আদালত জানিয়েছে, যে চার জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে, ওই চার জেলা বাদে বাকি রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন