বাড়তে বাড়তে এবার কমছে সোনার দাম, কতটা সস্তা হল?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেশ কয়েক দিন ধরেই ক্রমাগত বাড়ছে সোনার দাম। কিন্তু গত সপ্তাহে হঠাৎ সেই প্রবণতায় বদল ঘটেছে। কমছে সোনার দর। খালি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেই নয়, দেশীয় বাজারেও সোনার দামের রেকর্ড পতন হয়েছে। MCX-এ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৯০০ টাকা কমেছে। দেশীয় বাজারে সোনার দামের ওঠা-নামার তালিকা দেখে নিন।

এমসিএক্সে (MCX) সোনার দামে বদল- সোনার দাম বাড়তে বাড়তে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। এবার কমতে শুরু করেছে। গত সপ্তাহে সোনার দাম বেশ সস্তা হয়ে গিয়েছে। এমসিএক্সে ৪ এপ্রিল এক্সপায়ারির ৯৯৯ বিশুদ্ধ সোনার দাম শুক্রবার প্রতি ১০ গ্রামে ৯৯৪ টাকা কমেছে। ফিউচার প্রাইস প্রতি ১০ গ্রামে ৮৪,২০২ টাকায় নেমে এসেছে। এক সপ্তাহের মধ্যে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার প্রাইস আগের সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ ২১ ফেব্রুয়ারিতে ৮৬,০১০ টাকা ছিল। যা ২৮শে ফেব্রুয়ারি প্রতি ১০ গ্রামে ৮৪,২০২ টাকায় নেমে এসেছে। হলুদ ধাতুটির ফিউচার দর প্রতি ১০ গ্রামে কমেছে ১৮৯৮ টাকা।

দেশীয় বাজারে সোনার দাম 

দেশীয় বাজারে সোনার সাপ্তাহিক দরে বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন গুণগত মানের সোনা প্রতি ১০ গ্রামে প্রায় ১০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA.Com) ওয়েবসাইট অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি প্রতি ১০ গ্রামে সোনার দাম ছিল ৮৬,০৯২ টাকা। যা ২৮ ফেব্রুয়ারি কমে ৮৫,০৬০ টাকায় দাঁড়ায়। দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ১০৩২ টাকা কমেছে।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

IBJA অনুযায়ী সোনার দাম 

সোনার ক্যারেট   প্রতি ১০ গ্রামের দাম
২৪ ৮৫,০৬০ টাকা
২২ ৮৩,০১০ টাকা
২০ ৭৫,৭০০ টাকা
১৮ ৬৮,৯০০ টাকা
১৪ ৫৪,৮৬০ টাকা

 

মেকিং চার্জ এবং জিএসটি-র কারণে সোনার গয়নার দাম বেশি পড়ে। উপরে উল্লিখিত সোনার দাম মেকিং চার্জ এবং জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রতিদিন সোনা ও রুপোর দাম সম্পর্কে তথ্য দেয়। কর এবং চার্জ ছাড়াই সোনা ও রুপোর দাম বলা হয়। IBJA রেট সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

মিসড কলের মাধ্যমে সোনা ও রুপোর দাম

মিসড কলের মাধ্যমেও সোনা ও রুপোর দাম চেক করতে পারেন। এর জন্য ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে কল করতে হবে। মিসড কলের কিছুক্ষণ পরেই, আপনি SMS-এর মাধ্যমে রেট চলে আসবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়ে রেট চেক করতে পারেন।

খাঁটি সোনা চিনবেন কীভাবে?

২৪ ক্যারেটের সোনার গয়নায় ৯৯৯, ২৩ ক্যারেটের গয়নায় ৯৫৮, ২২ ক্যারেটের গয়নায় ৯১৬, ২১ ক্যারেটের গয়নায় ৮৭৫ এবং ১৮ ক্যারেটের গয়নায় ৭৫০ লেখা থাকে। গয়না তৈরির জন্য ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়।

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন