Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যাদবপুর-কাণ্ডে এবার অধ্যাপকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । পাশাপশি ছাত্রদের গুন্ডা বলেও আক্রমণ শানালেন । তাঁর হুঁশিয়ারি, ‘‘কেউ কোথাও যেতে পারবে না, এটা হতে পারে না । আমি চাইলে ওরা চেতলা, খিদিরপুর কোথাও যেতে পারবে না ।’’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার দিনভর ছিল উত্তপ্ত । মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ থেকে মন্ত্রীর গাড়িতে আহত ছাত্র । বাম, অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভ থেকে তৃণমূলের পালটা মিছিলে রণক্ষেত্র ছিল দিনভর । সেই নিয়ে রবিবার মুখ খোলেন ফিরহাদ হাকিম ৷
মন্ত্রীর গাড়িতে ছাত্রের আহত হওয়ার ঘটনায় যখন বামেরা বিজেপি সাংসদদের অতীতের ঘটনা টেনে সুর ছড়িয়েছে ৷ ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছে । তখন পাল্টা প্রশ্ন তুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর প্রশ্ন, ‘‘আপনারা বারবার বলছেন কেন গাড়ির ধাক্কা ? কেন গাড়ি আটকাতে গেল ? সেই সময় কেন এই পরিস্থিতি তৈরি হল ?’’
তিনি আরও বলেন, ‘‘ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে হলে ডেপুটেশন বা চিঠি দিয়ে সময় চাওয়ার দরকার ছিল । আমরা বহু মন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি ৷ কিন্তু এমন করিনি যে রাস্তাঘাটে দাঁড় করিয়ে তাঁকে বলেছি, আমাদের কথা শুনতে হবে । এটা হল অরাজকতা ।’’ ফিরহাদ হাকিম আরও বলেন, ‘‘আমি তো কলকাতা কর্পোরেশনে বামপন্থীদেরও ডেপুটেশন নিই । যদি আমি বাড়ি যাওয়ার পথে হুট করে দাঁড় করিয়ে বলে এক্ষুনি ডেপুটেশন নিতে হবে, সেটা তো কোনও উপায় নয় ।’’
তিনি আরও বলেন, ‘‘আমরাও বিরোধী রাজনীতি করেছি । কোনও মন্ত্রীর গাড়ি ভাঙতে যায়নি ৷ কোনও মন্ত্রীকে আটকাতে যায়নি । আমাদের সময়ও লড়াই ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবু বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ৷ তবে সেটা গণতান্ত্রিক পথে । মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ৷ কিন্তু তাণ্ডব লীলা করেননি ৷’’
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় মন্ত্রীর উপর ও তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠনের অফিস ভাঙচুর নিয়ে নিন্দায় সরব হন তিনি । ফিরহাদ হাকিম বলেন, ‘‘অন্যায়, গুন্ডামি করেছে । যেকোনও বিজেপি রাজ্যে এটা করতে পারত ? যোগীর রাজ্যে করতে পারত ? হাড়গোড় ভেঙে দিত । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রেখেছে ৷ তাই গুন্ডাগুলো লাফাচ্ছে ।’’
তবে আহত ছাত্রের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেন । বলেন, ‘‘নিঃসন্দেহে যে বাচ্চাটি আহত হয়েছেন তার জন্য আমি সমব্যথী । গাড়ির সামনে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছে বাম্পারটা হয়তো চোখে লেগেছে । অরাজকতা করে কখনোই রাজনীতিতে ফল পাবেন না ।’’
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন