বামেদের চরম হুঁশিয়ারি দিলেন ফিরহাদ, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যাদবপুর-কাণ্ডে এবার অধ্যাপকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । পাশাপশি ছাত্রদের গুন্ডা বলেও আক্রমণ শানালেন । তাঁর হুঁশিয়ারি, ‘‘কেউ কোথাও যেতে পারবে না, এটা হতে পারে না । আমি চাইলে ওরা চেতলা, খিদিরপুর কোথাও যেতে পারবে না ।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার দিনভর ছিল উত্তপ্ত । মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ থেকে মন্ত্রীর গাড়িতে আহত ছাত্র । বাম, অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভ থেকে তৃণমূলের পালটা মিছিলে রণক্ষেত্র ছিল দিনভর । সেই নিয়ে রবিবার মুখ খোলেন ফিরহাদ হাকিম ৷

এই ঘটনায় তিনি বাম ও অতি বাম মনষ্ক অধ্যাপকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন । তাঁর কথায়, ‘‘যাদবপুরে কিছু কিছু বাম ও অতিবাম মনস্ক শিক্ষক আছেন ৷ তাঁরা কিছু ছেলেমেয়েদের মোটিভেটেড করে । এরা কুয়োর ব্যাঙ । যদি আমি মনে করি বা আমার দলের নেতারা মনে করেন, তাহলে এঁদের নেতাকর্মীরা তো একটা জায়গাতেও যেতে পারবেন না । খিদিরপুর বা চেতলা একটা জায়গাতেও যেতে পারবেন না । সেটা পদ্ধতি নয় । কেউ কোনও সেমিনারে যেতে পারবেন না, অনুষ্ঠান বাড়ি যেতে পারবেন না, এটা তো হতে পারে না ।’’

মন্ত্রীর গাড়িতে ছাত্রের আহত হওয়ার ঘটনায় যখন বামেরা বিজেপি সাংসদদের অতীতের ঘটনা টেনে সুর ছড়িয়েছে ৷ ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছে । তখন পাল্টা প্রশ্ন তুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর প্রশ্ন, ‘‘আপনারা বারবার বলছেন কেন গাড়ির ধাক্কা ? কেন গাড়ি আটকাতে গেল ? সেই সময় কেন এই পরিস্থিতি তৈরি হল ?’’

তিনি আরও বলেন, ‘‘ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে হলে ডেপুটেশন বা চিঠি দিয়ে সময় চাওয়ার দরকার ছিল । আমরা বহু মন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি ৷ কিন্তু এমন করিনি যে রাস্তাঘাটে দাঁড় করিয়ে তাঁকে বলেছি, আমাদের কথা শুনতে হবে । এটা হল অরাজকতা ।’’ ফিরহাদ হাকিম আরও বলেন, ‘‘আমি তো কলকাতা কর্পোরেশনে বামপন্থীদেরও ডেপুটেশন নিই । যদি আমি বাড়ি যাওয়ার পথে হুট করে দাঁড় করিয়ে বলে এক্ষুনি ডেপুটেশন নিতে হবে, সেটা তো কোনও উপায় নয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরাও বিরোধী রাজনীতি করেছি । কোনও মন্ত্রীর গাড়ি ভাঙতে যায়নি ৷ কোনও মন্ত্রীকে আটকাতে যায়নি । আমাদের সময়ও লড়াই ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবু বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ৷ তবে সেটা গণতান্ত্রিক পথে । মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ৷ কিন্তু তাণ্ডব লীলা করেননি ৷’’

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় মন্ত্রীর উপর ও তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠনের অফিস ভাঙচুর নিয়ে নিন্দায় সরব হন তিনি । ফিরহাদ হাকিম বলেন, ‘‘অন্যায়, গুন্ডামি করেছে । যেকোনও বিজেপি রাজ্যে এটা করতে পারত ? যোগীর রাজ্যে করতে পারত ? হাড়গোড় ভেঙে দিত । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রেখেছে ৷ তাই গুন্ডাগুলো লাফাচ্ছে ।’’

তবে আহত ছাত্রের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেন । বলেন, ‘‘নিঃসন্দেহে যে বাচ্চাটি আহত হয়েছেন তার জন্য আমি সমব্যথী । গাড়ির সামনে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছে বাম্পারটা হয়তো চোখে লেগেছে । অরাজকতা করে কখনোই রাজনীতিতে ফল পাবেন না ।’’

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন