বিয়ে করলেই মিলবে এক লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা, কনেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা-এর অধীনে সমস্ত কনেকে আর্থিক সহায়তা হিসেবে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ তিনি সাফ জানিয়েছেন, গণবিবাহ কর্মসূচি ‘সবকা সাথ’-এর অংশিদারিত্বকে আরও নতুন মাত্রা যোগ করবে ৷ জৌনপুরে মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা অনুষ্ঠানে যোগী বলেন, “আমি দম্পতি এবং পরিবারগুলিকে অভিনন্দন জানাই। আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। রাজ্যে, উজ্জ্বলা যোজনার আওতায় সংযোগ থাকা 1 কোটি 86 লক্ষ লোককে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে ৷ এর জন্য কাজ করা দরকার।”

আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন

মুখ্যমন্ত্রী যোগী জানান, সরকার দ্বিগুণ কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য হল দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের জীবনযাত্রার মান বাড়ানো ৷ তাঁর কথায়, “আগামী এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরে, আমরা ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা’-এর অধীনে সমস্ত পাত্রীকে আর্থিক সহায়তা হিসাবে প্রত্যেককে 1 লক্ষ টাকা দেব। অ্যাকাডেমিকভাবে মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে। দারিদ্রসীমার নীচে যারা আছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, রাজ্যের সমস্ত গ্রামের দরিদ্র এবং প্রান্তিককে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে যা এখনও পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি ৷”

মুখ্যমন্ত্রী যোগী জানান, রাজ্য সরকার জৌনপুরকে একটি স্মার্ট সিটি করা হচ্ছে ৷ সমস্ত সমস্যার সমাধানও করা হবে ৷ তাঁর কথায়, “আজকাল আর্থিক কষ্ট দূর হয়েছে ৷ তবে আমাদের কেবল সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ৷ জৌনপুরে রাস্তাগুলি ভালো হয়েছে ৷

জৌনপুর এলাকার জন্য 17টি ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে ৷ 2025 সালের মহাকুম্ভের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তিনি বিরোধীদেরও আক্রমণ করেন ৷ তাঁর কথায়, “ওরা ক্রমাগত নেতিবাচক বার্তা ছড়ায় ৷ যা আমাদের প্রাথমিক হাতিয়ারও হয়ে উঠেছে ৷ তারা প্রয়াগরাজকে বদনাম করার উপায় খুঁজছিল ৷”

আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন

আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন