বেকারদের জন্যে দারুণ খবর ! কেন্দ্র সরকার বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে, সাথে ৬০ হাজার টাকা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বর্তমান সময়ে দেশ জুড়ে বেকারত্ব বেড়ে চলেছে। অনেক যুবক-যুবতীরা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা চাকরি খুঁজে পাচ্ছে না। তবে এবার তাদের জন্য দারুন একটি সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্র সরকারের আওতায় তরুণ চাকরিপ্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সঙ্গে দেওয়া হবে ৬০,০০০/- টাকা স্টাইপেন্ড। কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলি জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কী এই ইন্টার্নশিপ স্কিম?

ভারত সরকারের এই বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রামটি মূলত দেশ জুড়ে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে চালু করা হয়েছে। ২০২৫ সালে এই স্কিমের দ্বিতীয় পর্যায়ের জন্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

যারা উচ্চশিক্ষিত হয়েও চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য এটি দারুন সুযোগ। এখানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীদের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল- 

  • আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। 
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে। 
  • ডিজিটাল স্কিল, কমিউনিকেশন দক্ষতা এবং প্রাথমিক প্রযুক্তিগত জ্ঞান থাকলে সেই সমস্ত প্রার্থীদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।

কী কী সুবিধা মিলবে?

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে যারা ট্রেনিং নেবে তাদেরকে প্রতি মাসে ৫০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ, ১২ মাসে মোট ৬০,০০০/- টাকা পাবে সমস্ত প্রার্থীরা। শুধু এখানেই শেষ নয়, ৫০০ এর বেশি শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকবে এখানে।

এছাড়া নির্দিষ্ট দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। সবথেকে বড় কথা হল, ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকার স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

কীভাবে আবেদন করবেন?

যারা এই ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে চান তারা নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • আবেদনপত্রে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত তথ্য পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 
  • সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন। 

 

কেন্দ্র সরকারের এই নতুন ইন্টার্নশিপ প্রকল্প তরুণ প্রজন্মের জন্য এক অসাধারণ সুযোগ হতে চলেছে। তাই যারা চাকরির সুযোগ খুঁজছেন, তারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারেন এবং ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন